Ukraine and Russia War: রিল নয় রিয়েল, শত্রু রাশিয়ার ট্যাঙ্ক আটকাতে শরীরে মাইন বেঁধে ওড়ালেন ব্রিজ, ভাইরাল ভিডিও

Last Updated:

Ukraine and Russia War: বাঁচাতে হবে দেশকে, আটকাতে হবে শত্রুপক্ষকে, কুর্নিশ শহিদের আত্মত্যাগ৷ ভাইরাল ভিডিও৷

Russia Ukraine War: ukrainian brave soldier blows himself to stop russian tanks watch viral video - Photo Courtesy- Facebook
Russia Ukraine War: ukrainian brave soldier blows himself to stop russian tanks watch viral video - Photo Courtesy- Facebook
#কিয়েভ: যুদ্ধের ময়দানে দেশের প্রতিটা সৈন্য দেশের জন্য আত্মবলিদান দিতে বদ্ধপরিকর থাকে৷ প্রাণ দেওয়ার প্রশ্ন কোনও ভাবনা চিন্তা ছাড়াই করে দিতে পারেন তাঁরা৷ রাশিয়া ইউক্রেনের (Ukraine , Russia) ওপর হামলা চালানোর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেধে গেছে৷ রাশিয়া বনাম ইউক্রেন লড়াইতে  (Ukraine and Russia War) এক সেনার কীর্তি এখন দেশের সীমা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে৷ তার বীরগাথা একেবারে নাড়িয়ে দিয়েছে সকলকে৷ শত্রুপক্ষ রাশিয়ার ট্যাঙ্কে ভিতরে হুড়মুড়িয়ে ঢুকছে দেখে তার গতি আটকাতে ব্রিজের সঙ্গে নিজেকে  (Ukraine soldier) আটকে গায়ে মাইন বেঁধে ক্রিমিয়ায় উড়িয়ে দিলেন ব্রিজ৷
ইউক্রেন সেনার (Ukraine Soldier) খবর অনুসারে রাশিয়ার ট্যাঙ্ক আক্রমণ করে৷ তখন মেরিন ব্যাটালিয়ানের ইঞ্জিনিয়ার বিটালি স্কাকুন বোলিডিমিরোভিচকে দক্ষিণ প্রান্তের খেরসনের হেনিচেস্ক পুলে মোতায়েন করা হয়৷ ইউক্রেনের (Ukraine) সেনা দ্বারা জারি করা বয়ান অনুযায়ি হামলার সময় সেনা সিদ্ধান্ত নেয় রুশ ট্যাঙ্ককে আটকানোর একমাত্র উপায় পুল উড়িয়ে দেওয়া৷ এরপর বোলিডিমিরোভিচ নিজের ইচ্ছায় এই কাজকে বাস্তবতা দেওয়ার সিদ্ধান্ত নেন৷
advertisement
advertisement
দেখে নিন বোলিডিমিরোভিচ শরীরে মাইন বেঁধে ব্রিজ উড়িয়ে দেওয়ার পর ব্রিজের অবস্থার ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
বোলিডিমিরোভিচ ব্লাস্ট করার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তিনি আর সুরক্ষিত ভাবে ফিরে আসতে পারবেন না৷ আর ব্লাস্টে তিনি শহিদ হয়ে যাবেন৷ বিটালি স্কাকুনের এই বলিদানের কারণে রুশ (Russia) সেনার আগ্রাসী ট্যাঙ্কার নিয়ে আসার লম্বা পথ নিতে বাধ্য হয়৷ যার ফলে ইউক্রেন সেনা প্রত্যুত্তর দেওয়ার জন্য নিজেদের হাতে আরও একটু বেশি সময় পান৷
advertisement
ইউক্রেনের এক সেনার (Ukraine Soldier)  বয়ান অনুযায়ি দেশের জন্য এই মুশকিল সময় যখন ইউক্রেনের (Ukraine) নাগরিকরা রুশ সেনার কব্জা জমানোর কারণে পালাতে বাধ্য হচ্ছে৷ এই অবস্থায় ইউক্রেনের ইউক্রেনের জন্য সবচেয়ে কঠিন স্থান ক্রিমিয়া ছিল৷ তাই রুশ সেনাদের আটকানোর জন্য ব্রিজ উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
সেনাদের সিদ্ধান্ত অনুযায়ি এই মুশকিল কাজকে পরিণতি দেওয়ার জন্য মেরিন ব্যাটালিয়নদের ইউক্রেন সেনা স্কাকুন বিটালি বোলিডিমিরোভিচকে ডাকা হয়৷ এই সময়ে পুল উড়িয়ে দিতে যায় এবং বেরিয়ে আসার সময় সে পায়নি এবং ধামাকা হয়ে যায়৷ ইউক্রেন সেনা জানিয়েছে বাহাদুর ভাই মারা গিয়েছেন৷ তাঁর এই বীরত্বের কারণে রুশ সেনার দখলের গতি অনেকটাই ধীর গতির হয়ে যায়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine and Russia War: রিল নয় রিয়েল, শত্রু রাশিয়ার ট্যাঙ্ক আটকাতে শরীরে মাইন বেঁধে ওড়ালেন ব্রিজ, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement