Russia Ukraine War: কিভের বহুতলেও আছড়ে পড়ল রুশ মিসাইল, ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া রাশিয়া
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের শহর মেলিটোপোলকে দখল করে নিয়েছে তারা৷ রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সও একই দাবি করেছে (Russia Ukraine War)৷
#কিভ: ইউক্রেনের রাজধানী কিভেও (Kyiv) শুরু হয়ে গেল রাশিয়ার হামলা (Russia Ukraine War)৷ এমন কি, রাশিয়ার ছোড়া মিসাইল আছড়ে পড়েছে একটি বহুতল আবাসনেও৷ রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ পশ্চিম কিভে হামলা চালাতে শুরু করেছে রাশিয়া৷
জানা গিয়েছে, ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি মিসাইল (Russia Attacks Ukraine) আঘাত হানে৷ আর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেভাস্তপোল স্কয়্যার এলাকাতেও মিসাইল আঘাত হেনেছে৷ কিভ শহরের স্থানীয় সরকার জানিয়েছে, শহরের একটি আবাসনে আছড়ে পড়েছে রুশ মিসাইল৷
কিভের মেয়র দাবি করেছেন, রাতভর সংঘর্ষে দু'টি শিশু সহ মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে৷ কিভের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
advertisement
Kyiv, our splendid, peaceful city, survived another night under attacks by Russian ground forces, missiles. One of them has hit a residential apartment in Kyiv. I demand the world: fully isolate Russia, expel ambassadors, oil embargo, ruin its economy. Stop Russian war criminals! pic.twitter.com/c3ia46Ctjq
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 26, 2022
advertisement
এরই মধ্যে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের শহর মেলিটোপোলকে দখল করে নিয়েছে তারা৷ রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সও একই দাবি করেছে৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মেলিটোপোলের রাস্তা দিয়ে রাশিয়ার সাঁজোয়া গাড়ির সারি চলেছে৷
advertisement
আমেরিকা আগেই দাবি করেছিল, রাশিয়ার উদ্দেশ্য কিভ দখল করে নিয়ে ইউক্রেন সরকারের পতন ঘটানো৷ রুশ সেনার আগ্রাসনে আস্তে আস্তে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে৷
আবার রাশিয়ার দাবি ছিল, তাদের লড়াই ইউক্রেনের সেনার সঙ্গে৷ সাধারণ মানুষের কোনও ক্ষতি তারা করতে চায় না৷ কিন্তু বাস্তবে দেখা গেল, সাধারণ মানুষ যে বহুতলে থাকেন, সেখানেও আছড়ে পড়ছে রুশ মিসাইল৷ ফলে রাশিয়ার বিরুদ্ধে গোটা বিশ্বেই ক্ষোভ বাড়ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 2:00 PM IST