Russia Ukraine War: কিভের বহুতলেও আছড়ে পড়ল রুশ মিসাইল, ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া রাশিয়া

Last Updated:

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের শহর মেলিটোপোলকে দখল করে নিয়েছে তারা৷ রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সও একই দাবি করেছে (Russia Ukraine War)৷

রুশ মিসাইলে ক্ষতিগ্রস্ত বহুতল৷
রুশ মিসাইলে ক্ষতিগ্রস্ত বহুতল৷
#কিভ: ইউক্রেনের রাজধানী কিভেও (Kyiv) শুরু হয়ে গেল রাশিয়ার হামলা (Russia Ukraine War)৷ এমন কি, রাশিয়ার ছোড়া মিসাইল আছড়ে পড়েছে একটি বহুতল আবাসনেও৷ রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ পশ্চিম কিভে হামলা চালাতে শুরু করেছে রাশিয়া৷
জানা গিয়েছে, ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি মিসাইল (Russia Attacks Ukraine) আঘাত হানে৷ আর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেভাস্তপোল স্কয়্যার এলাকাতেও মিসাইল আঘাত হেনেছে৷ কিভ শহরের স্থানীয় সরকার জানিয়েছে, শহরের একটি আবাসনে আছড়ে পড়েছে রুশ মিসাইল৷
কিভের মেয়র দাবি করেছেন, রাতভর সংঘর্ষে দু'টি শিশু সহ মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে৷ কিভের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
advertisement
advertisement
এরই মধ্যে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের শহর মেলিটোপোলকে দখল করে নিয়েছে তারা৷ রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সও একই দাবি করেছে৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মেলিটোপোলের রাস্তা দিয়ে রাশিয়ার সাঁজোয়া গাড়ির সারি চলেছে৷
advertisement
আমেরিকা আগেই দাবি করেছিল, রাশিয়ার উদ্দেশ্য কিভ দখল করে নিয়ে ইউক্রেন সরকারের পতন ঘটানো৷ রুশ সেনার আগ্রাসনে আস্তে আস্তে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে৷
আবার রাশিয়ার দাবি ছিল, তাদের লড়াই ইউক্রেনের সেনার সঙ্গে৷ সাধারণ মানুষের কোনও ক্ষতি তারা করতে চায় না৷ কিন্তু বাস্তবে দেখা গেল, সাধারণ মানুষ যে বহুতলে থাকেন, সেখানেও আছড়ে পড়ছে রুশ মিসাইল৷ ফলে রাশিয়ার বিরুদ্ধে গোটা বিশ্বেই ক্ষোভ বাড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: কিভের বহুতলেও আছড়ে পড়ল রুশ মিসাইল, ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া রাশিয়া
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement