Russia Ukraine War: কিভের বহুতলেও আছড়ে পড়ল রুশ মিসাইল, ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া রাশিয়া

Last Updated:

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের শহর মেলিটোপোলকে দখল করে নিয়েছে তারা৷ রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সও একই দাবি করেছে (Russia Ukraine War)৷

রুশ মিসাইলে ক্ষতিগ্রস্ত বহুতল৷
রুশ মিসাইলে ক্ষতিগ্রস্ত বহুতল৷
#কিভ: ইউক্রেনের রাজধানী কিভেও (Kyiv) শুরু হয়ে গেল রাশিয়ার হামলা (Russia Ukraine War)৷ এমন কি, রাশিয়ার ছোড়া মিসাইল আছড়ে পড়েছে একটি বহুতল আবাসনেও৷ রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ পশ্চিম কিভে হামলা চালাতে শুরু করেছে রাশিয়া৷
জানা গিয়েছে, ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি মিসাইল (Russia Attacks Ukraine) আঘাত হানে৷ আর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেভাস্তপোল স্কয়্যার এলাকাতেও মিসাইল আঘাত হেনেছে৷ কিভ শহরের স্থানীয় সরকার জানিয়েছে, শহরের একটি আবাসনে আছড়ে পড়েছে রুশ মিসাইল৷
কিভের মেয়র দাবি করেছেন, রাতভর সংঘর্ষে দু'টি শিশু সহ মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে৷ কিভের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে খবর৷
advertisement
advertisement
advertisement
এরই মধ্যে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের শহর মেলিটোপোলকে দখল করে নিয়েছে তারা৷ রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সও একই দাবি করেছে৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মেলিটোপোলের রাস্তা দিয়ে রাশিয়ার সাঁজোয়া গাড়ির সারি চলেছে৷
advertisement
আমেরিকা আগেই দাবি করেছিল, রাশিয়ার উদ্দেশ্য কিভ দখল করে নিয়ে ইউক্রেন সরকারের পতন ঘটানো৷ রুশ সেনার আগ্রাসনে আস্তে আস্তে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে৷
আবার রাশিয়ার দাবি ছিল, তাদের লড়াই ইউক্রেনের সেনার সঙ্গে৷ সাধারণ মানুষের কোনও ক্ষতি তারা করতে চায় না৷ কিন্তু বাস্তবে দেখা গেল, সাধারণ মানুষ যে বহুতলে থাকেন, সেখানেও আছড়ে পড়ছে রুশ মিসাইল৷ ফলে রাশিয়ার বিরুদ্ধে গোটা বিশ্বেই ক্ষোভ বাড়ছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: কিভের বহুতলেও আছড়ে পড়ল রুশ মিসাইল, ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া রাশিয়া
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement