Tripura Tmc: উপনির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত তৃণমূলের! প্রার্থী বাছাইয়েও তীক্ষ্ণ নজর

Last Updated:

Tripura Tmc: উপনির্বাচনের আগেই ত্রিপুরায় দলীয় কার্যালয় চালু করতে চায় তৃণমূল কংগ্রেস। 

ঘর গোছাচ্ছে তৃণমূল
ঘর গোছাচ্ছে তৃণমূল
#আগরতলা: ত্রিপুরায় নয়া দলীয় কার্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। চলতি মাসেই দলীয় কার্যালয় চালু হয়ে যাবে বলে সূত্রের খবর। দলের স্টিয়ারিং কমিটির নেতাদের সাথে বৈঠকে পূর্বেই দলীয় কার্যালয় নিয়ে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, একাধিক জায়গায় অফিস দেখা হচ্ছে। শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে। দলীয় সূত্রে খবর, বাড়ি পছন্দ হয়ে দ্রুত গতিতে কাজ চলছে। শীঘ্রই সেই কাজ শেষ হয়ে যাবে। এর আগে একাধিক বার বাড়ি পছন্দ হলেও, তৃণমূল কংগ্রেসকে কোনও ঘর বা বাড়ি দেওয়া যাবে না বলে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ ।
একটা সময় দলীয় কার্যালয় থাকলেও তার ব্যবহার খুব একটা লক্ষ্য করা যায়নি। সাম্প্রতিক সময়ে বেড়েছে দলের বহর। সংখ্যায় প্রায় প্রতিদিন বাড়ছে দলীয় কর্মী। এছাড়া প্রায় প্রতিদিন কলকাতা থেকে ত্রিপুরা গিয়ে থাকছেন একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা। ইতিমধ্যেই বেশ কয়েকবার সফর করে ফেলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রতি সপ্তাহে যাচ্ছেন, সুস্মিতা দেব, রাজীব ব্যানার্জি। ফলে সংগঠন গড়ে তুলতে প্রয়োজন একটি বাড়ি বা দলীয় কার্যালয়। সেটি চিন্তা করেই এই দলীয় কার্যালয় দ্রুত তৈরি করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই এই প্রস্তাব দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা পড়েছে। আগরতলা শহরের এক পাঁচ তলা হোটেলে গিয়ে উঠতেন তৃণমূল নেতারা। এছাড়া বেশ কয়েকটি হোটেলেও পালা করে থাকা শুরু করেছিলেন তারা।
advertisement
advertisement
যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে তাদের  হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না। এমনকি ব্যক্তিগত আলাপ আলোচনাতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বিশেষ করে হেনস্থার শিকার হতে হয় সায়নী, ঋতব্রতকে। এই হোটেলেই অবশ্য সাংবাদিক  বৈঠক করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়, ব্রাত্য বসু, নয় সাংসদ, কুণাল ঘোষ সহ অনেকেই। আপাতত আগরতলার ওপর একটি হোটেলে বিভিন্ন সাংগঠনিক বৈঠক করা হয়েছে। তবে দলীয় আলোচনার জন্যে এই সব হোটেল যে যথাযথ নয় তা মেনে নিচ্ছেন নেতারা। তাই চেষ্টা করা হচ্ছে দলীয় কার্যালয় গঠনের।বনমালীপুরে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বাড়িতে একটা অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে। সেখানে প্রায় প্রতিদিন যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। তবে কোনও নেতার বাড়িতে থেকে দলীয় কাজ যথাযথ নয় বলেই অনেক নেতা মনে করছেন। আবার ত্রিপুরার বিভিন্ন প্রান্তে গিয়ে জেলার একাধিক অফিসে কর্মী যোগ দিচ্ছে সেখানের কোনও একটা বাড়িতে। কিন্তু কেন্দ্রীয় ভাবে কোনও কার্যালয় না  থাকলে অসুবিধা। তাই চেষ্টা করা হচ্ছে সেটি গঠন করার।
advertisement
অন্যদিকে এখন থেকেই সংগঠন ঢেলে সাজাতে কাজ শুরু করছেন শীর্ষ নেতারা। তাঁরা জেলা ধরে ধরে বৈঠক করবেন। প্রচার থেকে শুরু করে মানুষের কাছে কোন কোন ইস্যুতে পৌছতে হবে তার রুপরেখা তৈরি করবেন নেতারা। সূত্রের খবর, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় চলতি মাসেই আসতে পারেন ত্রিপুরায়। তখন নয়া কার্যালয় উদ্বোধন হবে।
advertisement
এদিকে, আজ জোর টক্কর আগরতলায়। তৃণমূলের পাশাপাশি আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপিও। হেভিওয়েট কেন্দ্র আগরতলা বিধানসভায় সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থী পাপিয়া দত্ত। টাউন বড়দোয়ালি থেকে সম্ভাব্য প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সাহা।
আসন্ন ত্রিপুরার ৪ কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী, আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ঘাস ফুলের হয়ে প্রার্থী হতে পারেন ত্রিপুরা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পান্না দেব।এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হেভিওয়েট সুদীপ রায় বর্মন।বড়দোয়ালি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সংহিতা ব্যানার্জি।আগরতলা পৌর নিগম নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।এই কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী মুখ্য মন্ত্রী মানিক সাহা,অন্য দিকে কংগ্রেসের প্রার্থী আশিষ সাহা।সুরমা কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অর্জুন দাস।যুবরাজ নগর থেকে ঘাস ফুলের হয় উপনির্বাচনে প্রার্থী হতে পারেন তরুণ তুর্কি মৃণাল কান্তি দেবনাথ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Tmc: উপনির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত তৃণমূলের! প্রার্থী বাছাইয়েও তীক্ষ্ণ নজর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement