Tripura Election Result 2023: 'টাইগার আভি জিন্দা হ্যায়', দলের কর্মীদের বার্তা তিপ্রা-প্রধান প্রদ্যোত কিশোর মাণিক্যর 

Last Updated:

Tripura Election Result 2023: কিং কি হবেন কিং মেকার? উত্তর মিলবে আজ দুপুরেই। 

আগরতলা: বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পরেই প্রত্যেকে যখন নিজের রাজনৈতিক সমীকরণ মেলাতে ব্যস্ত, তিনি তখনও সুপারকুল। ফল প্রকাশের আগের সন্ধ্যায় আড্ডা দিলেন তাঁর ক্যাম্পেন সংয়ের শিল্পীদের সঙ্গে। দিলখোলা আড্ডায় মিমিক্রি থেকে কলকাতার এগ রোল বা ভেলপুরী সবই ছিল। ছিল না শুধু রাজনৈতিক কথা। আর রাজনীতি নিয়ে একটা প্রশ্ন করলেই, উত্তর ছিল, 'টাইগার আভি জিন্দা হ্যায়।'
অনেকেই বলছেন কিং হতে পারেন কিং মেকার। তবে টাইগার কী করবেন তার উত্তর মিলবে বৃহস্পতিবার দুপুরেই৷ ভোটের ফল বেরনোর আগে কোনও বৈঠক নয় বিজেপির সঙ্গে। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল, তিপ্রামোথা প্রধানের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। যদিও এই খবর যে সত্য নয়, তা জানিয়ে দিয়েছেন প্রদ্যোত কিশোর মাণিক্য নিজেই৷ ইতিমধ্যেই বিধানসভা ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন তিপ্রামোথা প্রধান প্রদ্যোত কিশোর মাণিক্য। আর বিজেপির কেন্দ্রীয় নেতারা এসে বারবার আক্রমণ শানিয়েছিলেন সেই তিপ্রামোথা প্রধানকেই।
advertisement
আরও পড়ুন: মেঘালয়ে খাতা খুলবে তৃণমূল? আজই শিলংয়ে বিধায়কদের নিয়ে বড় পরিকল্পনা অভিষেকের
একইসঙ্গে তার দলকেও। যদিও তিপ্রামোথা প্রধান ভাবলেশহীন। তাঁর একটাই বক্তব্য, বারবার বঞ্চনার শিকার হয়েছে জনজাতির মানুষ, আর তিনি তাঁদের হয়েই লড়াই করেছেন। জোটে নয়, একক দক্ষতাতেই ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করেছে তিপ্রামোথা। তিপ্রামোথাকে কাছে পেতে আগ্রহী ছিল বাম-কংগ্রেস জোট। কাছে পেতে আগ্রহী ছিল শাসক দল বিজেপিও। যদিও বৃহত্তর তিপ্রাল্যান্ডের লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত যে তারা জোটে যাবে না, সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। তাই তিপ্রামোথার প্রধান মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য বলেছিলেন, 'নিজের দক্ষতাতেই তিপ্রামোথা বিধানসভা ভোটে লড়াই করবে। আমরা কারও সঙ্গে সমঝোতা করছি না।'
advertisement
advertisement
আরও পড়ুন: সকাল ৮টা থেকে শুরু হবে ত্রিপুরায় ভোট গণনা, কড়া নিরাপত্তা গোটা রাজ্যজুড়েই
তিপ্রামোথার অপেক্ষায় বসে না থেকে ইতিমধ্যেই ত্রিপুরার বিধানসভা ভোটে আসন সমঝোতা পাকা করে লড়াই করে বাম-কংগ্রেস। যদিও এখনও পর্যন্ত তিপ্রা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্সের নেতৃত্বে গ্রেটার তিপ্রাল্যান্ডের ‘লিখিত প্রতিশ্রুতি’র দাবিতে অনড় তিপ্রা নেতারা৷ প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মন বলেছেন, 'এখনও আমরা কোনও জোটে নেই। জনজাতি সম্প্রদায়ের স্বার্থরক্ষায় বৃহত্তর তিপ্রাল্যান্ড প্রতিষ্ঠাই আমাদের এক মাত্র লক্ষ্য।'
advertisement
Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে জোট, মেঘালয়ে ভাল ফলের আশায় তৃণমূল
ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনের মধ্যে ২০টি জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। ২০১৮-র বিধানসভা নির্বাচনে এর মধ্যে ১০টিতে বিজেপি এবং ৮টিতে তার সহযোগী দল আইপিএফটি জয়ী হয়েছিল। সিপিএম জিতেছিল দু’টিতে। গত কয়েক মাসে আইপিএফটির নেতা-কর্মীদের অধিকাংশই তিপ্রায় যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে জনজাতি এলাকায় বাম-কংগ্রেস জোটকে ঠেকাতে তিপ্রাকে পাশে পেতে সক্রিয় হয়েছিল বিজেপি। উত্তর-পূর্বের এই রাজ্যের মোট ৩৬ লক্ষ ৭৪ হাজার নাগরিকের মধ্যে বাঙালি ২৪ লক্ষ ১৪ হাজার। অন্যদিকে, জনজাতি সম্প্রদায়ের মানুষ ৮ লক্ষ ৮৭ হাজার। আগেই প্রদ্যোত কিশোর মাণিক্য বিজেপির জোটসঙ্গী আইপিএফটিকে জানিয়ে দিয়েছিল, তাঁরা যেন তাদের সঙ্গে মিশে যায়।
advertisement
লাইভ আপডেট পান ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023 এখানে
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Election Result 2023: 'টাইগার আভি জিন্দা হ্যায়', দলের কর্মীদের বার্তা তিপ্রা-প্রধান প্রদ্যোত কিশোর মাণিক্যর 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement