Tripura Bjp: 'বাকি থাকা কাজ দ্রুত শেষ হবে', নতুন স্ট্র্যাটেজি নিয়ে ময়দানে বিজেপি

Last Updated:

Tripura Bjp: তিনি জানিয়েছেন, সংসদীয় রাজনীতির একটি নেতিবাচক দিক হল পূর্বতন সরকারের আমলে শুরু হওয়া প্রকল্পের কাজগুলো পরবর্তী সরকারের অবহেলিত হয়ে পড়ে থাকা।

বিজেপির নতুন নীতি
বিজেপির নতুন নীতি
#আগরতলা: বাম আমলে পড়ে থাকা কাজ দ্রুত শেষ করতে চাইছে বিজেপি। আগামী বছরের শুরুতেই উত্তর পূর্ব ভারতের অন্যতম রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। সেই কাজেই না হওয়া বা অর্ধ সমাপ্ত থাকা কাজ দ্রুত শেষ করতে চাইছে বিজেপি৷ এরই অংশ হিসাবে, বিশালগড়ে নবনির্মিত টাউনহলের দ্বারোদঘাটন। যার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
তিনি জানিয়েছেন, সংসদীয় রাজনীতির একটি নেতিবাচক দিক হল পূর্বতন সরকারের আমলে শুরু হওয়া প্রকল্পের কাজগুলো পরবর্তী সরকারের অবহেলিত হয়ে পড়ে থাকা। কিন্তু দেশের ও রাজ্যের বিজেপি সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসেছে। নয়া প্রকল্প গুলো বাস্তবায়নের পাশাপাশি বিগত সরকারের আমলে শুরু হওয়া প্রকল্পের কাজগুলোও সংযুক্ত করছে বর্তমান সরকার।
advertisement
advertisement
এরই ধারাবাহিকতা আর সিপাহীজলা জেলার বিশালগড়ে নবনির্মিত টাউনহলের দ্বারোদঘাটন এবং বিশালগড় পুরো পরিষদের নতুন অফিস ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ১০০০ আসন বিশিষ্ট এই টাউন হল বিশালগড় বাসীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করল। আগামীতে সাংস্কৃতিক চর্চার এক পীঠস্থান হয়ে উঠতে পারে এই টাউন হল। সদৃশ্য এই টাউন হল নির্মাণে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়েছে। বিশালগড় পুরো পরিষদ ও নগর উন্নয়ন দফতরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় বাস্তবায়িত হয়েছে এই সুদৃশ্য টাউন হল নির্মাণের কাজ।
advertisement
নবনির্মিত টাউন হল নির্মাণশৈলী এবং সৌন্দর্য প্রত্যক্ষ করে অভিভূত ও আনন্দিত হন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয়। তিনি আশা প্রকাশ করেন আগামীতে এই টাউন হল রাজের কৃষ্টি সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও কাজ শেষ না করার অভিযোগ মানতে নারাজ বিরোধী দলগুলো। তাদের বক্তব্য, ভোট এগিয়ে আসছে দেখে এখন এই সব কাজ করা হচ্ছে। গত সাড়ে চার বছর ধরে তাদের সরকার ছিল। তখন কেন কাজ করেনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Bjp: 'বাকি থাকা কাজ দ্রুত শেষ হবে', নতুন স্ট্র্যাটেজি নিয়ে ময়দানে বিজেপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement