Mamata Banerjee in Siliguri: মালবাজার থেকে পর্যটন, পঞ্চায়েতের আগেই উত্তরবঙ্গে একের পর এক মাস্টারস্ট্রোক মমতার

Last Updated:

Mamata Banerjee in Siliguri: এবারের সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মালবাজারের দুর্ঘটনায় প্রয়াতদের বাড়িতে তাঁদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে। সেই প্রসঙ্গও এদিন উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে।

মাস্টারস্ট্রোক মমতার
মাস্টারস্ট্রোক মমতার
#কলকাতা: নজরে ছিলই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ির বিজয়া সম্মেলন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর সেই মঞ্চকে ব্যবহার করেই আলাদা উত্তরবঙ্গের দাবিকে রীতিমতো ভোঁতা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে জানিয়ে দিলেন, ''কোনও ভাগাভাগি নয়, বঙ্গভঙ্গ নয়, আমরা চাই সঙ্গ। আমার ভালোবাসার উত্তরবঙ্গ। কোনও প্রারাচনায় পা দেবেন না। আমরা সবাই এক আছি বলে শান্তি বিরাজ আছে। আমি রাজবংশী ভাষাও জানি।''
এবারের সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মালবাজারের দুর্ঘটনায় প্রয়াতদের বাড়িতে তাঁদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে। সেই প্রসঙ্গও এদিন উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তিনি বলেন, ''মালবাজারের ঘটনার সব পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করেছি। যারা যারা চাকরি করতে চায়। ওই সময়ে বিজয়া ছিল, দশমী ছিল। যে ঘটনাটা ঘটে গেছে, তার জন্য খুব মর্মহত। আমি সবাইকে পাঠিয়েছিলাম।''
advertisement
advertisement
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''আমি সব থেকে বেশি উত্তরবঙ্গে আছি। ২ মাসে অন্তত একবার আসি। নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল মিলিয়ে পশ্চিমবঙ্গ। আমরা এখানে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে অনেক কিছু বানিয়েছি। টুরিজম ডেস্টিনেশনের জন্য সম্মান দেওয়া হয়েছে। মার্চ মাসে যাব এই সম্মান আনতে। দুর্গাপুজোর জন্য আমরা সম্মান পেয়েছি। কিন্তু এই সম্মানটা অনেক বড়।''
advertisement
উত্তরবঙ্গের মন বুঝেই মমতা বলেন, ''যতটা পেরেছি চেষ্টা করেছি এই জায়গাতে সব কিছুর ব্যবস্থা করতে। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে। আমরা প্রায় ৬ হাজার ক্লাবকে এখানে ৬০ হাজার টাকা দিয়েছি। বাংলায় ৮৩ হাজার পুজো হয়েছে।''
প্রসঙ্গত, এদিনের বিজয়া সম্মেলনীতে আমন্ত্রিতের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের সব জেলা জুড়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুজো কমিটি আমন্ত্রিতদের তালিকায় ছিল। অনুমোদিত পুজোগুলি থেকে পাঁচজন করে এই বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে এসেছিল। সেক্ষেত্রে প্রায় ২৮ হাজারেরও বেশি প্রতিনিধি ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন ক্লাব থেকে। পাশাপাশি বণিক সভা ও বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এই বিজয়া সম্মেলনীতে। বস্তুত পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে মরিয়া মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই এদিনের বিজয়া সম্মেলনীর মঞ্চকে অত্যন্ত সুচারুভাবে ব্যবহার করলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee in Siliguri: মালবাজার থেকে পর্যটন, পঞ্চায়েতের আগেই উত্তরবঙ্গে একের পর এক মাস্টারস্ট্রোক মমতার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement