Birbhum News: অনুব্রত ঘনিষ্ঠ নেতা কেরিম খানকে জেরা, দিদির ঘরে সিবিআই হানা

Last Updated:

Birbhum News: বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বোলপুরে একটি রাজপ্রাসাদ সমান বাড়ি রয়েছে। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার বেশি।

+
title=

বীরভূম : গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির পর জেল হেফাজতে রয়েছেন তিনি। তবে এরই মধ্যে বোলপুর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং তার আত্মীয়দের বাড়িতে হানা দিতে দেখা যাচ্ছে সিবিআই আধিকারিকদের। সেই রকমই এবার সিবিআই আধিকারিকদের র‍্যাডারে এলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খান এবং অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষ।
তারা যে এই প্রথম সিবিআই আধিকারিকদের র‍্যাডারে এলেন এমন নয়। এর আগেও সিবিআই আধিকারিকরা কেরিম খানের বাড়িতে হানা দিয়েছেন। তবে এবার তাকে খোদ ডেকে পাঠানো হয় শান্তিনিকেতনের অস্থায়ী সিবিআই ক্যাম্পে। সিবিআই তলব পেয়ে মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্ব পল্লীর গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই ক্যাম্পে একাধিক নথি নিয়ে হাজির হতে দেখা যায় আব্দুল কেরিম খানকে। তবে তাকে কেন ডেকে পাঠানো হয়েছিল এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খোলেননি।
advertisement
advertisement
বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বোলপুরে একটি রাজপ্রাসাদ সমান বাড়ি রয়েছে। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার বেশি। প্রশ্ন উঠছে তাহলে কী এই টাকার উৎস সম্পর্কে জানতেই সিবিআই আধিকারিকরা তাকে এদিন ডেকে পাঠান? নাকি অন্য কোন কারণে। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথি নিয়েই তিনি এদিন হাজির হয়েছিলেন।
advertisement
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি মঙ্গলবার সিবিআই আধিকারিকদের হানা দিতে দেখা যায় অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে। শিবানী ঘোষ হলেন শিব শম্ভু রাইস মিলের মালিক। তার ছেলে হলেন রাজা ঘোষ, যাকেও আগে সিবিআই আধিকারিকরা তলব করেছিলেন।
advertisement
এর পাশাপাশি মঙ্গলবার ব্যাংক আধিকারিকদেরও ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আহমেদপুরের ব্যবসায়ীর সঞ্জীব মজুমদারের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত আরও বেশ কিছু নথি তারা এদিন জমা নেন।
---Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অনুব্রত ঘনিষ্ঠ নেতা কেরিম খানকে জেরা, দিদির ঘরে সিবিআই হানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement