হোম /খবর /দেশ /
বিপ্লব দেব নয়, উনি বিগ ফ্লপ দেব,' ত্রিপুরায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের

Tripura assembly election 2023: 'বিপ্লব দেব নয়, উনি বিগ ফ্লপ দেব,' ত্রিপুরায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের

ত্রিপুরায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের

ত্রিপুরায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের

Tripura assembly election 2023: এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব রোড শো করেন।

  • Share this:

আগরতলা: ত্রিপুরায় সভা থেকে সেখানকার শাসকদল বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব রোড শো করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা আজকে এই রোড শোতে পা মেলালেন, তাঁরাই যদি ১৬ তারিখ আমাদের ভোট দেন, তাহলেই তো বিজেপি ত্রিপুরা থেকে ভোকাট্টা হয়ে যাবে। সকলের কাছে চিরকৃতজ্ঞ আমরা। আগামী ৭ দিন আমাদের জোর লড়াই দিতে হবে। দাঁতে দাঁত কামড়ে, মাটি কামড়ে দলের কর্মীদের পরে থাকতে হবে।একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে বিজেপির বিরুদ্ধে।"

 

তিনি আরও বলেন, "রাজনৈতিক কর্মসূচি করছে লাগাতার তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বদল করেছেন ওরা। আমি আগেই বলেছিলাম বিপ্লব দেব নয়, উনি বিগ ফ্লপ দেব। তার তিন মাসের মধ্যেই বদল করেছেন। প্রার্থী যেই হোক। আপনারা ভোট দিন দলীয় প্রতীক জোড়াফুল দেখে।তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প। বামেদের হার্মাদরা এখন বিজেপি সেজে গা জোয়ারি করছে। বাম-কংগ্রেস বিকল্প নয়। বিকল্প হল তৃণমূল কংগ্রেস একমাত্র।"

অভিষেক আরও বলেন, "ত্রিপুরা কেন বারবার বঞ্চিত হবে? আমরা ত্রিপুরায় রুপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছি। বাংলার মতোই হবে এখানে উন্নয়নের মডেল। আমরা খালি ভাষণ দিই না। আমরা যা বলি, আমরা তার কথা রাখি। আমার গাড়ি ভাঙচুর করেছে। সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করেছে। মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়ে রেখেছিল। আমি খোয়াই থানায় গিয়ে দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছি। আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি নেয় না।"

আরও পড়ুন, দলীয় কর্মীদের চাঙ্গা করতে ত্রিপুরায় সদর কার্যালয়ে অভিষেক বন্দোপাধ্যায়

আরও পড়ুন, সংগঠন মজবুত করতে জমিতে পড়ে থাকতে হবে দলের কর্মীদের, মনে করালেন অভিষেক

অভিষেক বলেন, "এরা ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে। এদের কাছে ডাবল ইঞ্জিন মানে একটা ইঞ্জিন সিবিআই, একটা ইঞ্জিন ইডি।। আগামী মার্চ মাস থেকে দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার চাই। জোড়া ফুলে ভোট দেওয়া মানে, বিজেপি, সিপিএম, কংগ্রেসের মুখে গণতান্ত্রিক থাপ্পড় মারা।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Abhishek Banerjee, BJP, TMC, Tripura Assembly Election 2023