Abhishek Banerjee: সংগঠন মজবুত করতে জমিতে পড়ে থাকতে হবে দলের কর্মীদের, মনে করালেন অভিষেক

Last Updated:

Abhishek Banerjee in Tripura: সাধারণ মানুষের ইস্যু তুলে ধরতে হবে, প্রচারে এমনটাই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

সংগঠন মজবুত করতে জমিতে পড়ে থাকতে হবে দলের কর্মীদের, মনে করালেন অভিষেক
সংগঠন মজবুত করতে জমিতে পড়ে থাকতে হবে দলের কর্মীদের, মনে করালেন অভিষেক
আগরতলা: গত পুরভোটে ত্রিপুরায় ভাল ফল করলেও, বিধানসভা উপনির্বাচনে বদলে যায় ভোট শতাংশ। সাংগঠনিক ভাবে কিছুটা হলেও পিছিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷ বিধানসভা ভোটের আগে তিনি শিবির বদল করে যোগ দিয়েছেন বিজেপিতে। পরে নতুন করে সংগঠন সাজানো হলেও, সমস্যা থেকেই যায়। যদিও ধীরে ধীরে সংগঠন সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির ৷ এরই মধ্যে বিধানসভা ভোটের প্রচারে মমতা-অভিষেকের যৌথ সফর দলের কর্মীদের চাঙ্গা করবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস।
এর আগে একাধিকবার ত্রিপুরায় এসে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও উঠে এসেছে ত্রিপুরার কথা ৷ এরই মধ্যে দলের কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, ‘‘আমরা একটু অন্যরকম দল। আমাদের ধমকে চমকে কোনও লাভ হবে না।’’ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদল থেকে সিবিআই হানা একের পর এক বিষয় মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ সালে মুখ্যমন্ত্রী বদল হল না। তাহলে ২০২২ সালে মুখ্যমন্ত্রী বদল কেন? কারণ তৃণমূল এখানে এসেছে। ভয় পেয়েছে ওরা। কিন্তু তোমার তো কাপড় ছিঁড়ে গিয়েছে, তাপ্পি দিয়ে কীভাবে চলবে? যতদিন গিয়েছে তত ভীতসন্ত্রস্ত হয়েছে বিজেপি। ২০২২ সালে মুখ্যমন্ত্রী বদলেছে, ২০২৩ সালে সরকারটাই বদলে যাবে।’’
advertisement
অভিষেক বলেছেন, ‘‘বিজেপি শুধু মুখেই বলে, আচ্ছে দিন আসছে। কোথায় আচ্ছে দিন? বিজেপিকে ভোট মানুষ দিয়েছে বলেই রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়েছে। পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। বাংলায় হেরেছে বলে দু’বার পেট্রলের দাম কমিয়েছে বিজেপি।’’
advertisement
advertisement
অভিষেক মনে করেন ডবল ইঞ্জিন সরকার পুরোপুরি ভাঁওতাবাজি, দু’নম্বরই। ডবল চোরের সরকার বলেও উল্লেখ করেন তিনি। অভিষেক আরও বলেন, ‘‘২০২১ সালের অগাস্ট মাস থেকে তৃণমূল ত্রিপুরায় সংগঠন তৈরি করছে। আমাদের উপর বারবার হামলা হয়েছে। আমার কনভয়ের উপরেও হামলা হয়েছে। আমি আসব শুনলেই ভয় পেয়ে হামলা করে। কালও তৃণমূলের সভায় হামলা হয়েছে। কিন্তু আমরা শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করব। আজ এলাম, আবার সামনে  আসব।’’ অভিষেক-মমতার আজ, মঙ্গলবারের রোড শো ও সভা ত্রিপুরার রাজনীতিতে দলের কর্মীদের চাঙ্গা করে ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: সংগঠন মজবুত করতে জমিতে পড়ে থাকতে হবে দলের কর্মীদের, মনে করালেন অভিষেক
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement