আগরতলা: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ক্ষমতা দখলের লড়াই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রচারে ঝড় তুলতে বাংলার স্টার প্রচারকদের তালিকাও প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেই মতো বাংলা থেকে একাধিক পদ্ম নেতা পর্যায়ক্রমে ত্রিপুরা গিয়ে প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আজ, মঙ্গলবার ফের ত্রিপুরা সফরে গিয়ে দলীয় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় আজ শুভেন্দু অধিকারীর দুটি জনসভা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তারকা প্রচারকদের যে ৪০ জনের নামের তালিকা প্রকাশ করেছে তাতে বাংলার কয়েকজন পদ্ম নেতাও রয়েছেন, যাঁরা পর্যায়ক্রমে ত্রিপুরা গিয়ে ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। আজ ফের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর।
দলীয় প্রার্থীদের সমর্থনে বেলা একটায় বিজয় সংকল্প সভায় প্রথম রাধাকিশোরপুরে অংশ নেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনসভাটি রয়েছে নলচড়ে। গত শুক্রবার শুভেন্দু অধিকারী ত্রিপুরায় দু'টি জনসভা করেন। প্রথমটি কমালাসাগর এবং দ্বিতীয়টি তেলিয়ামুরাতে। ত্রিপুরা নির্বাচনের প্রচারে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও রাজনৈতিক কর্মসূচি রয়েছে। ঠিক সেই দিনই ত্রিপুরার মাটিতে বিজেপির মেগা প্রচার।
আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক
আজ দুটি জনসভা করবেন শুভেন্দু অধিকারী। রোড শো করবেন যোগী আদিত্যনাথ। তবে মমতা, শুভেন্দু, অভিষেক, যুযুধান দুই শিবিরের এই তিন হেভিওয়েটের রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরগরম এখন ত্রিপুরা। বছর দশেক আগেও উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় বিজেপির বিশেষ অস্তিত্ব ছিল না। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ২৩ বছরের শাসনের অবসান ঘটায় গেরুয়া শিবির। তারপর মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা বিপ্লব দেব। কয়েক বছরেই অবশ্য পালাবদল হয়। বর্তমানে বিজেপি নেতা মানিক সাহার হাতেই রয়েছে রাজ্যের ব্যাটন। আসন্ন বিধানসভা নির্বাচনের দায়িত্বও মানিক সাহার উপর দিয়েছে গেরুয়া শিবির। তিনি সেই দায়িত্ব পালনে কতটা সফল হন, রাজ্যের দখল ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার। তবে তার আগে ভোট প্রচার নিয়ে তেতে রয়েছে ত্রিপুরার ভোটের ময়দান।
ভেঙ্কটেশ্বর লাহিড়ীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari, Tripura Assembly Election, Tripura Assembly Election 2023, Tripura assembly elections 2023