হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক

Bandhan Bank: ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক

ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক

ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক

Bandhan Bank hikes interest rates on FD: এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।

  • Share this:

কলকাতা: শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম- বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার ৫০ বিপিএস বৃদ্ধি করল। এই পরিবর্তিত সুদের হারগুলি দু’কোটি টাকা পর্যন্ত খুচরো আমানতের ক্ষেত্রে প্রযোজ্য এবং আজ, সোমবার ৬ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হবে ৷ এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য ৷ এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।

আরও পড়ুন- নয়ডা মেট্রোয় মঞ্জুলিকা-আতঙ্ক! জানুন ভাইরাল ভিডিও-র আড়ালে লুকিয়ে থাকা রহস্যটা

বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা ঝামেলামুক্তভাবে কয়েক মিনিটের মধ্যেই এফডি বুক করতে পারবেন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bandhan Bank