নয়ডা: মঞ্জুলিকা-কে মনে আছে তো! সেই ভুলভুলাইয়া ছবির সুন্দরী মঞ্জুলিকা! যাঁর আলুথালু বেশ রাঙা চোখ-মুখ দেখে রীতিমতো ঠান্ডা স্রোত নেমেছিল শিরদাঁড়ায়! এ-বার মেট্রো রেলেই সেই মঞ্জুলিকা-আতঙ্ক! সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতেই সামনে এসেছে এই ঘটনা।
ভিডিওটি তোলা হয়েছে নয়ডা রেল কর্পোরেশনের মেট্রোতে। সেখানে দেখা গিয়েছে, অবিকল মঞ্জুলিকার মতো এক মহিলা যাত্রীদের সামনে গিয়ে ভয় দেখাচ্ছেন! কিন্তু বিষয়টা আসলে কী? যাত্রীদের মধ্যে অনেকেই ভেবেছিলেন, কেউ মঞ্জুলিকার মতো সেজে হয়তো ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছেন। কিন্তু বিষয়টা ঠিক তেমন নয়। এই কথা জানিয়েছেন খোদ মঞ্জুলিকা-বেশী যুবতী প্রিয়া গুপ্তাই।
তিনি জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটি আসলে গত ২২ ডিসেম্বরের। মূলত একটি বিজ্ঞাপনের জন্যই মঞ্জুলিকার বেশ ধরেছিলেন তিনি। আর মেট্রোর সেই ভিডিও ওই বিজ্ঞাপনের শ্যুটিংয়েরই ছোট্ট একটা দৃশ্য। যা হয়তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কেউ। আর পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
নিউজ ১৮-এর কাছে প্রিয়া জানিয়েছেন যে, তিনি পেশায় এক জন ফিজিওথেরাপিস্ট। বরেলীর বাসিন্দা। আর সেখানেই তাঁর বেড়ে ওঠা এবং পড়াশোনা। তবে উচ্চশিক্ষার জন্য তিনি গাজিয়াবাদে থাকেন। সেখানে ফিজিওথেরাপির কোর্সও করেছেন। এর পাশাপাশি সময় বার করে নিয়মিত অভিনয় ও মডেলিংও করেন প্রিয়া।
তাঁর কথায়, “ছোটবেলা থেকে খুবই মেধাবী ছিলাম আমি। কিন্তু আমার মন সারাক্ষণ অভিনয় বা মডেলিংয়ের দিকেই পড়ে থাকত।” তিনি আরও জানান যে, বাড়িতে অভিনয় বা মডেলিং নিয়ে তেমন কিছু না-বললেও পড়াশোনার প্রতি বেশ কড়া ছিলেন তাঁর বাবা-মা। তাই তিনি ঠিক করেছিলেন যে, পড়াশোনার পাশাপাশিই যা করার করতে হবে। তাই ফিজিওথেরাপির কোর্স করার সঙ্গে সঙ্গে তিনি গত ছয় বছর ধরে অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ভাবে কাজ করে চলেছেন। নিজের পরিবারের বিষয়ে প্রিয়া জানিয়েছেন, তাঁর আরও দুই ভাই-বোন রয়েছে। তাঁর বাবা পেশায় এক জন ব্যবসায়ী, তিনি গাজিয়াবাদেই রয়েছেন।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে প্রিয়ার বক্তব্য, যে দিন এই ভিডিওটি ভাইরাল হয়েছিল, সে দিন তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়রা তাঁকে ভিডিওটি পাঠিয়েছিলেন। নিজের কেরিয়ারের ক্ষেত্রে অবশ্য পরিবারকেও পাশে পেয়েছেন প্রিয়া। তাঁর কথায়, “আমার পরিবার আমার স্বপ্ন পূরণে কোনও দিনই বাধা হয়ে দাঁড়ায়নি।” এর পাশাপাশি কাজের প্রসঙ্গে প্রিয়া বলেন, “আমি অনেক ওয়েব সিরিজ এবং টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছি। এই মুহূর্তে আমার হাতে অনেক বড় বড় প্রজেক্টে রয়েছে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral News, Viral Video