Pediatric Cataract: শুধু বয়স্কদেরই নয়, শিশুদের চোখেও ছানি পড়তে পারে! সমস্যা শনাক্ত করা এবং সময়ে চিকিৎসা জরুরি; মত বিশেষজ্ঞের

Last Updated:

পেডিয়াট্রিক ক্যাটারাক্ট বা শিশু বয়সে ছানির সমস্যার বিষয়ে আলোচনা করলেন হায়দরাবাদের ম্যাক্সিভিশন চক্ষু হাসপাতালের সিনিয়র ক্যাটারাক্ট, কর্নিয়া, রিফ্র্যাক্টিভ সার্জন ডা. সত্যপ্রসাদ বাল্কি।

Representative Image
Representative Image
কলকাতা: চোখে ছানি পড়ার সমস্যার কথা আমরা কম-বেশি সকলেই জানি। আর যেটা জানি, সেটা হল এই ছানির সমস্যা মূলত দেখা যায় বৃদ্ধ বয়সেই। কিন্তু এই ধারণা যে খুব একটা ঠিক, তা নয়। কারণ কমবয়সী এমনকী, শিশুদের ক্ষেত্রেও এই ছানির সমস্যা কিন্তু একেবারেই বিরল নয়। সেই পেডিয়াট্রিক ক্যাটারাক্ট বা শিশু বয়সে ছানির সমস্যার বিষয়ে আলোচনা করলেন হায়দরাবাদের ম্যাক্সিভিশন চক্ষু হাসপাতালের সিনিয়র ক্যাটারাক্ট, কর্নিয়া, রিফ্র্যাক্টিভ সার্জন ডা. সত্যপ্রসাদ বাল্কি।
আমাদের দেশে পেডিয়াট্রিক ক্যাটারাক্টের ঘটনা প্রতি ১০ হাজার নবজাতকের জন্মের মধ্যে ৬ জনের ক্ষেত্রেই দেখা যায়। আর সব থেকে বড় কথা হল ১০ শতাংশ ক্ষেত্রেই শিশুদের অন্ধত্বের কারণ হল পেডিয়াট্রিক ক্যাটারাক্ট। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্যাটারাক্ট হল মূলত শারীরিক ডিজেনারেটিভ পরিবর্তন। যা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘটে। আর এটাই স্বাভাবিক লেন্সের স্বচ্ছতার উপর প্রভাব ফেলে।
advertisement
Dr. Satyaprasad Balki – MS F.C.A.S, Sr.Cataract, Cornea, Refractive Surgeon – MaxiVision Eye Hospital, Hyderabad Dr. Satyaprasad Balki – MS F.C.A.S, Sr.Cataract, Cornea, Refractive Surgeon – MaxiVision Eye Hospital, Hyderabad
advertisement
যদিও পেডিয়াট্রিক ক্যাটারাক্টের কারণ ভিন্ন ভিন্ন হয়। জন্মের সময় কনজেনিটাল ক্যাটারাক্ট থাকতে পারে, যা একটা চোখে কিংবা উভয় চোখেই হতে পারে। আর এটার সম্ভাব্য কারণ হল মায়ের দিক থেকে আসা সংক্রমণ। এ-ছাড়াও থাকতে পারে ডাউন সিন্ড্রোমের মতো সিস্টেম্যাটিক অ্যানোম্যালি।
advertisement
আবার আংশিক ক্যাটারাক্টের ক্ষেত্রে (৩ মিলিমিটারের থেকে কম) দৃষ্টিশক্তি বাধাপ্রাপ্ত হবে না। ফলে সার্জারি বা অস্ত্রোপচার এড়ানো যেতে পারে অথবা তা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখা যেতে পারে। আর অস্ত্রোপচার প্রয়োজন হলে তা প্রথম ৬ সপ্তাহের মধ্যেই করাতে হবে, যাতে অ্যাম্বলাইয়োপিয়া প্রতিরোধ করা যায়।
advertisement
এর চিকিৎসার জন্য এমন অভিজ্ঞ পেডিয়াট্রিক অপথ্যালমোলজিস্টের সঙ্গে আলোচনা করতে হবে, যাঁর পেডিয়াট্রিক সার্জারির অভিজ্ঞতা রয়েছে। কারণ শিশুদের ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রাপ্তবয়স্কদের তুলনায় আলাদা। পেডিয়াট্রিক ক্যাটারাক্টের অন্যান্য কারণের মধ্যে পড়ে স্টেরয়েডের অপব্যবহার, ট্রমা, কনজেনিটাল গ্লুকোমা এবং রেটিনাল সার্জারি।
advertisement
শিশুর ছানি সনাক্তকরণ এবং চিকিৎসার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকাও অপরিহার্য। শিশুদের মধ্যে এর প্রাথমিক উপসর্গগুলি সনাক্ত করার জন্য কড়া নজরদারি চালাতে হবে। ধরা যাক, শিশুর দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে কিংবা কোনও কিছু শনাক্ত করতে শিশুর অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে সতর্ক হতে হবে। এছাড়াও চোখের ঠিক মাঝবরাবর সাদা দাগ, কারওর সঙ্গে মিশতে না-চাওয়া এবং চোখের বিচ্যুতি হলেও সেদিকে নজর দেওয়া বাঞ্ছনীয়। এই সব ক্ষেত্রে প্রথমেই চিকিৎসা শুরু করে দিতে হবে। কারণ দেরি হয়ে গেলে কিন্তু দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেতে পারে।
advertisement
পেডিয়াট্রিক ক্যাটারাক্টের চিকিৎসা ব্যবস্থাও খুবই আশাপ্রদ। এর মধ্যে পড়ে অস্ত্রোপচার, চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স পরার পরামর্শ এবং অক্লুশন থেরাপি। আর এই পুরো চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজের সন্তানের পাশে থাকতে হবে এবং তাঁর যাতে সমস্যা না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pediatric Cataract: শুধু বয়স্কদেরই নয়, শিশুদের চোখেও ছানি পড়তে পারে! সমস্যা শনাক্ত করা এবং সময়ে চিকিৎসা জরুরি; মত বিশেষজ্ঞের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement