কুম্ভ রাশি: এই রাশিতে শুক্র, সূর্য এবং বুধের উপস্থিতি জীবনে ইতিবাচকতা বয়ে আনবে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও কাজ করতে চাইছেন তা সম্পূর্ণ হবে। যে কোনও ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নিতে হতে পারে। নিজেকে খুব উদ্যমী মনে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)