'নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভুগতে হচ্ছে', সুকান্তকে একহাত নিলেন শান্তনু সেন

Last Updated:

শান্তনু সেনের অভিযোগ, "শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে। এর কারণ কী? বাংলার প্রতি এই বৈমাত্রিসুলভ আচরণ আর কত দিন চলবে?"

#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি:  সুকান্ত মজুমদারের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রীর জবাবকে হাতিয়ার করে আক্রমণে ধার বাড়াল তৃণমূল। রাজ্যসভার তৃণমূলের সাংসদ শান্তনু সেন সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেন, "রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা চরম সীমায় পৌঁচেছে বলে নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভুগতে হচ্ছে।" বিজেপির সাংসদ সৌমিত্র খানের মত অনুযায়ী, অযোগ্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শান্তনু সেনের অভিযোগ, "শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে। এর কারণ কী? বাংলার প্রতি এই বৈমাত্রিসুলভ আচরণ আর কত দিন চলবে?"
গতকাল লোকসভায় সুকান্ত মজুমদার লিখিত প্রশ্নে জানতে চান, একশো দিনের কাজে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিনা এবং তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তাঁর প্রশ্নের উত্তরে মন্ত্রী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, যে প্রশ্নগুলো রাজ্য সরকারের কাছে করা হয়েছিল তার সন্তোষজনক পদক্ষেপ করেছে সরকার। তিনি পরিসংখ্যানও দিয়েছেন কোথায় কী পদক্ষেপ করা হয়েছে। সেই জবাবকে হাতিয়ার করে শান্তনু সেন বলেন, "এখন আমার প্রশ্ন ১০০ দিনের কাজ প্রকল্পে বাংলা যখন প্রথম সারিতে রয়েছে, বাংলা যখন কেন্দ্রীয় সরকারের সমস্ত পরামর্শ মেনে নিচ্ছে তারপরেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে। এর কারণ কি? বাংলার প্রতি এই বৈমাত্রিসুলভ আচরণ আর কত দিন চলবে?"
advertisement
advertisement
তিনি আরও বলেছেন, "রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা চরম সীমায় পৌঁছেছে বলে নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভুগতে হচ্ছে। আপনারা দেখেছেন ১০০ দিনের কাজ প্রকল্পে সবসময় বাংলা প্রথম সারিতে থাকলেও ভারত সরকারের বৈমাত্রিক সুলভ আচরণের জন্য সাড়ে ছ' হাজার থেকে সাত হাজার কোটি টাকা বাংলার বকেয়া ছিল, দিচ্ছিল না। অথচ ১০০ দিনের কাজের মজুরি ১৫ দিনের মধ্যে দেওয়ার কথা।"
advertisement
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিরঞ্জন জ্যোতি লিখিত জবাবে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তের জন্য বিশেষ দল পাঠিয়েছিল। সেই দলের রিপোর্ট অনুযায়ী রাজ্যকে পদক্ষেপ করার সুপারিশ করা হয়।  সেই সুপারিশ মেনে রাজ্য সরকার পদক্ষেপ করেছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, একশো দিনের কাজে দুর্নীতিতে যুক্ত থাকায় ৫ জন সুপারভাইজারকে বরখাস্ত করা হয়েছে। ১১৯ জনকে শোকজ নোটিশ, তথ্যসংগ্রহ এবং তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ৯ জন সুপারভাইজার এবং ৪ জন সরকারি কর্মচারির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানান নিরঞ্জন জ্যোতি। রাজ্যের ৩৭ জন ইঞ্জিনিয়ার এবং প্রযু্ক্তিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নিরঞ্জন জ্যোতির দেওয়া পরিসংখ্যান সবচেয়ে বেশী টাকা উদ্ধার হয়েছে সুকান্তের জেলা দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের জেলা থেকে মোট ১৯ লক্ষ ১২ হাজার ৫৯৫ টাকা উদ্ধার করেছে প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভুগতে হচ্ছে', সুকান্তকে একহাত নিলেন শান্তনু সেন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement