শিলচরে প্রতিনিধিদলকে হেনস্থা, সংসদে সরব তৃণমূল সাংসদরা
Last Updated:
বিজেপি শাসিত অসমে দলীয় প্রতিনিধি দলকে আটকে দেওয়ার প্রতিবাদে সংসদে সরব তৃণমূল। লোকসভা, রাজ্যসভায় দিল স্বাধিকার ভঙ্গের নোটিস। পাল্টা তৃণমূলের প্রতিনিধি দলকেই কাঠগড়ায় তুললেন রাজনাথ সিং।
#নয়াদিল্লি: বিজেপি শাসিত অসমে দলীয় প্রতিনিধি দলকে আটকে দেওয়ার প্রতিবাদে সংসদে সরব তৃণমূল। লোকসভা, রাজ্যসভায় দিল স্বাধিকার ভঙ্গের নোটিস। পাল্টা তৃণমূলের প্রতিনিধি দলকেই কাঠগড়ায় তুললেন রাজনাথ সিং।
অসমের উত্তাপ সংসদে। বৃহস্পতিবার অসমের শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। এ নিয়ে মোদি সরকারের উপর চাপ বাড়াতে, লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই শুক্রবার স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেয় তৃণমূল।
advertisement
advertisement
স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়ার পাশাপাশি, দুই কক্ষেই শিলচরের ঘটনার তুমুল সমালোচনায় সরব হন তৃণমূল সাংসদরা।
মোদি সরকারের হয়ে পাল্টা আসরে নামেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা তৃণমূল প্রতিনিধিদলের ঘাড়ে দায় চাপিয়েছেন।
তৃণমূলকে জবাব দেন গুয়াহাটির বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তীও।
advertisement
এভাবেই শুক্রবার সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলল অসমের নাগরিকপঞ্জি ইস্যু। তৃণমূল ও বিজেপি, কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই ফের সংসদে পারদ একেবারে তুঙ্গে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2018 4:57 PM IST