এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম

Last Updated:

কলকাতায় ডাকা হয়েছে অসম তৃণমূল নেতৃত্বকে ৷ আগামী সোমবার অসমের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর অসমে যাওয়ার রূপরেখা তৈরি হবে ৷

#কলকাতা: বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে রাতে গ্রেফতার। আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে গিয়েছিল তৃণমূল প্রতিনিধিদল।
শুক্রবার সকালে বেলবন্ডে সই করে কলকাতায় ফেরত পাঠানো হয় তৃণমূ প্রতিনিধি দলকে ৷ প্রায় ১৭ ঘণ্টা শিলচর বিমানবন্দরে আটকে ছিল তৃণমূলের প্রতিনিধি দল। তবে এখানেই থামবে না ৷ ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল ৷ কলকাতায় ডাকা হয়েছে অসম তৃণমূল নেতৃত্বকে ৷ আগামী সোমবার অসমের নেতৃত্বের সঙ্গে বৈঠক করা হবে ৷ বৈঠকের পর অসমে যাওয়ার রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন অসমে তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement