১৭ ঘণ্টা বিমানবন্দরে আটকে ছিল তৃণমূলের প্রতিনিধি দল, বেলবন্ডে সই করিয়ে ফেরত পাঠানো হল কলকাতায়

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

সারারাত শিলচর বিমানবন্দরে থাকার পর কলকাতায় ফেরত পাঠানো হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দলকে। আজ সকাল ৭টা ৫৫ মিনিটের বিমানে শিলচর থেকে কলকাতা বিমানে রওনা করে দিল তৃণমূলের ৬ সদস্যকে।

  • Last Updated :
  • Share this:

    #শিলচর: সারারাত শিলচর বিমানবন্দরে থাকার পর কলকাতায় ফেরত পাঠানো হল তৃণমূলের প্রতিনিধি দলকে। আজ সকাল ৭টা ৫৫ মিনিটের বিমানে শিলচর থেকে কলকাতা বিমানে রওনা দেয় তৃণমূলের ৬ সদস্যকে। তাঁদের দিয়ে বেলবন্ড সই করিয়ে নেওয়া হয়। প্রতিনিধি দলের বাকি দুই সদস্য অর্পিতা ঘোষ ও মমতাবালা ঠাকুর দুপুরের বিমানে শিলচর থেকে দিল্লি যাবেন। প্রায় ১৭ ঘণ্টা শিলচর বিমানবন্দরে আটকে ছিল তৃণমূলের প্রতিনিধি দল।

    আরও পড়ুন: দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা

    বৃহস্পতিবার বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হয়নি তৃণমূল প্রতিনিধিদলকে। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে রাতে গ্রেফতার। আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে যান তৃণমূল প্রতিনিধিদল।

    আরও পড়ুন: শিলচরে গ্রেফতার তৃণমূল প্রতিনিধি দল

    First published:

    Tags: Assam NRC, Silchar, TMC delegation