Jammu and Kashmir: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, তিন জঙ্গিকে খতম করল সেনা, এলাকায় হাই অ্যালার্ট
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, " বারামুলার চক টপার ক্রিরি পাটান অঞ্চলে এনকাউন্টার শুরু হয়।" এরপরেই গুলি যুদ্ধে তিন জঙ্গিকে খতম করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী। এলাকায় ড্রোন দিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ।
জুম্মু এবং কাশ্মীর: জম্মু-কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষে শুক্রবার দুই জওয়ান শহিদ হয়েছেন। এরপরে শুক্রবার রাতভর গুলির লড়াই শেষে কাশ্মীরের বারামুলা জেলায় তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। শুক্রবার রাতে উত্তর কাশ্মীরের পাটানে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়।
#Encounter has started at Chak Tapper Kreeri Pattan area of #Baramulla. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 13, 2024
advertisement
এই প্রসঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, ” বারামুলার চক টপার ক্রিরি পাটান অঞ্চলে এনকাউন্টার শুরু হয়।” এরপরেই গুলি যুদ্ধে তিন জঙ্গিকে খতম করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী। এলাকায় ড্রোন দিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ।
advertisement
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার ছোটরো গ্রামেও সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই জওয়ান শহিদ হন। এবং আরও দুইজন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডলে এই খবর নিশ্চিত করা হয়।
advertisement
#IndianArmy #GOC White Knight Corps and all ranks salute the supreme sacrifice of the #Bravehearts; offer deepest condolences to the families. @NorthernComd_IA@adgpi@SpokespersonMoD pic.twitter.com/MRV4CLBTWE
— White Knight Corps (@Whiteknight_IA) September 13, 2024
এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফে লেখা হয়, “ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের শ্রদ্ধা সর্বোচ্চ বলিদান দেওয়ার জন্য। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
advertisement
নিহত দুই জওয়ানের পরিচয় জানা গিয়েছে নায়েব সুবেদার বিপিন কুমার এবং সিপাহি অরবিন্দ সিং।
যত নির্বাচন কাছে আসছে ততই যেন জঙ্গিদের তৎপরতা বেড়ে চলেছে। অন্যদিকে এই আশঙ্কা আগেই আঁচ করেছিল ভারতীয় সেনাবাহিনী। তাই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই গোটা উপত্যকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। তারপর থেকেই একের পর এক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভূস্বর্গ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 1:48 PM IST