Delhi IAS coaching centre: বেসমেন্ট থেকে উদ্ধার ৩ পড়ুয়ার দেহ! জলমগ্ন শহরে কোচিং সেন্টারেই সলিল সমাধি

Last Updated:

দিল্লিতে আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্ট জলমগ্ন। ফায়ার ব্রিগেডের আধিকারিকরা শনিবার সন্ধ্যা ৭:১৯ মিনিটে ফোন পান। ছাত্ররা বেসমেন্টে আটকে আছে শুনে তাঁরা এসে পড়েন। তৎপরতার সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দলও ঘটনাস্থলে রয়েছে।

নয়া দিল্লি: রাস্তায় আড়াই ফুট গভীরতায় জল জমে। বন্যার জল ঢুকে গিয়েছে পুরনো রাজেন্দর নগরের একটি আইএএস ট্রেনিং অ্যাকাডেমির বেসমেন্টে। সেই দুর্যোগে শনিবার তিন ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আরও কয়েকজন শিক্ষার্থী বেসমেন্টে আটকে আছে বলে জানা গিয়েছে। বেসমেন্ট থেকে মোটর পাম্প দিয়ে জল বের করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত তিন ছাত্রের পরিচয় জানা যায়নি নেই। তাদের খোঁজে তল্লাশি চলছে। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাউ-এর আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্ট জলমগ্ন। ফায়ার ব্রিগেডের আধিকারিকরা শনিবার সন্ধ্যা ৭:১৯ মিনিটে ফোন পান। ছাত্ররা বেসমেন্টে আটকে আছে শুনে তাঁরা এসে পড়েন। তৎপরতার সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দলও ঘটনাস্থলে রয়েছে। দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, “পুরনো রাজেন্দর নগরের কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জল ভর্তি হয়ে যাওয়ার পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বেশ কিছু ছাত্র আটকে পড়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।”
advertisement
ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন বলেছেন, “সন্ধ্যায় আমরা জানতে পেরেছি, রাজেন্দর নগরের একটি ইউএসপিসি কোচিং ইনস্টিটিউটের বেসমেন্ট কিছু ছাত্র আটকে আছে। সন্ধ্যায় টানা বৃষ্টিতে সড়ক জলমগ্ন। দিল্লি ফায়ার সার্ভিস এবং এনডিআরএফ পুনরায় উদ্ধারকারী দল এখানে উপস্থিত রয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে… এখনও পর্যন্ত এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে…”
advertisement
দিল্লির জলমন্ত্রী আতিশি আশ্বস্ত করেছেন যে “যে-ই এই ঘটনার জন্য দায়ী তাকে রেহাই দেওয়া হবে না”। “সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনার খবর রয়েছে। রাজেন্দ্র নগরের একটি কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জল ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি দমকল বিভাগ এবং এনডিআরএফ। সেখানে দিল্লির মেয়র ও স্থানীয় বিধায়কও রয়েছেন। আমি প্রতি মিনিটে ঘটনার আপডেট নিচ্ছি। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য যেই দায়ী তাকে রেহাই দেওয়া হবে না…” তিনি একটি এক্স পোস্টে লিখেছেন।
advertisement
বিজেপি সাংসদ বনসুরি স্বরাজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং রাজেন্দর নগরের বিধায়ক দুর্গেশ পাঠককে আক্রমণ করে বলেছেন যে “তারা ড্রেনেজ সিস্টেমগুলি পরিষ্কার করার জন্য স্থানীয় জনগণের অনুরোধে কান দেয়নি”।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi IAS coaching centre: বেসমেন্ট থেকে উদ্ধার ৩ পড়ুয়ার দেহ! জলমগ্ন শহরে কোচিং সেন্টারেই সলিল সমাধি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement