#মুম্বই: মুকেশ আম্বানি ও নীতা আম্বানি-সহ তাঁদের দুই সন্তানকে খুনের হুমকি দিয়ে ফোন এল শ্রী এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে৷ ফোনে মুকেশ ও তাঁর স্ত্রী, পুত্রদের হত্যা করার হুমকি দেয় ওই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী৷ নম্বরটি অপরিচিত ছিল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ৷ জানানো হয়েছে, ওই ফোনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি, দুই সন্তান আকাশ আম্বানি ও অনন্ত আম্বানির নামে খুনের হুমকি দেওয়া হয়৷ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ৷
ইতিমধ্যে ডিবি মার্গ থানায় এই নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে৷ দ্রুত কলারকে চিহ্নিত করে পাকড়াও করতে সক্ষণ হবে পুলিশ৷ সূত্র মারফত জানতে পারা গিয়েছে, ওই হাসপাতালে বুধবার বেলা ১২টা ৫৭ মিনিটে এই ফোন কলটি আসে৷ সেখানে মুকেশের পরিবারকে প্রাণে মারার হুমকি যেমন দেওয়া হয়, তেমনই হাসপাতালটি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়৷
আরও পড়ুন : অতিথির পাতে এই বিজয়ায় তুলে দিন বাড়িতে তৈরি সন্দেশ
আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকেই শুরু টেট-এর ফর্ম ফিল-আপ, পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন বিশদে
গত অগাস্ট মাসের ১৫ তারিখে এমনই একটি কল এসেছিল রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে৷ সেখানে এক ব্যক্তি আটবার ওই ফোনে ফোন করে৷ মুকেশকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়৷ তারপর পুলিশ অভিযোগ রুজু করে তদন্ত শুরু করে৷ এর পর মুম্বইয়ের পশ্চিম অংশ থেকে একজনকে গ্রেফতার করা হয়৷
এর আগে, গতবছর একটি স্করপিও সেডান গাড়ি উদ্ধার হয় মুকেশের বাড়ির সামনে থেকেন৷ সেই গাড়িতে ছিল জিলেটিন স্টিক ও একটি হুমকি চিঠি৷ এই গাড়ি সে বারে প্রথমবার দেখতে পান মুকেশের বাড়ির নিরাপত্তারক্ষীরা৷ তাঁরা পুলিশে খবর দেন৷ পুলিশ বম্ব স্কোয়াড নিয়ে এসে গাড়ি বাজেয়াপ্ত করে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukesh Ambani