আগামী সপ্তাহ থেকেই শুরু টেট-এর ফর্ম ফিল-আপ, পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন বিশদে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। ইতিমধ্যেই তা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
#কলকাতা: পুজো মিটলেই টেটের আবেদন প্রক্রিয়া শুরু। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ই অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি পোর্টাল চালু করছে। সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই তার বিস্তারিত তথ্য আপলোড করেছে পর্ষদ। তবে পুরনো নিয়মেই টেট নেওয়া হবে। পর্ষদ অবশ্য নিয়মের কোন বদল করেনি সে অর্থে। চলতি সপ্তাহেই ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা বৈঠক বসতে চলেছে টেটের প্রস্তুতি নিয়ে।
টেটের আবেদন পত্র কারা কারা পূরণ করতে পারবেন? যোগ্যতা মান বা কী? পর্ষদের তরফে জানানো হয়েছে যারা টেট পরীক্ষা দেবে তাদের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।
advertisement
advertisement
২০২০-২২ বা আগের সেশনে D.El.Ed/D.Ed/B.Ed করছে বা করেছে এবং অন্তত পার্ট ওয়ানে উত্তীর্ণ হয়েছে, তারাও টেট ২০২২-এ পরীক্ষায় বসতে পারবে।
২০২০-২২ এর পরের কোনও সেশনের ছাত্রছাত্রীরা এবারের টেট পরীক্ষা দিতে পারবে না।
D.El.Ed/D.Ed/B.El.Ed Qualified তাদের উচ্চ মাধ্যমিকে ৫০% শতাংশ লাগবে। Reserved Category যারা (SC/ST/OBC/PH) তাদের ৪৫% নম্বর লাগবে।
advertisement
যারা B.Ed করেছে বা করছে তাদের গ্র্যাজুয়েশনে ৫০% লাগবে। সংরক্ষিতদের ৪৫% লাগবে।
ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিটি জেলা জুড়ে আনুমানিক কত সংখ্যক পরীক্ষার্থী বসতে পারে তার হিসাব ধরে পরীক্ষা কেন্দ্রের তালিকা চেয়েছিল। সেই তালিকায় ইতিমধ্যে পেয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কয়েক লক্ষ পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় বসতে চলেছে, অন্তত তেমনটাই হিসাব ধরে এগোচ্ছে পর্ষদ। সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর আগেই ফের বৈঠকে বসে যাবতীয় প্রস্তুতি সেরে নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকেরা। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনে ইতিমধ্যেই জারি করেছে পর্ষদ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নিয়োগের জন্য আবেদন করা যাবে অনলাইনে। তার প্রস্তুতি ও ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কী কী যোগ্যতা মান থাকলে আবেদন করা যাবে তা ও বিশদে জানিয়েছে পর্ষদ।
Location :
First Published :
October 05, 2022 12:27 PM IST