First Flight from Deoghar to Kolkata || বড় খবর ! দেওঘর থেকে কলকাতা পর্যন্ত প্রথম বিমান পরিষেবা চালু হচ্ছে মঙ্গলবার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
First Flight from Deoghar to Kolkata || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ২৫ মে ২০১৮-এ ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি রাঁচির পরে ঝাড়খণ্ডের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর
#দেওঘর: শ্রাবণী মেলার আগেই সুখবর৷ দেওঘর থেকে কলকাতা পর্যন্ত প্রথম বিমান চালু হচ্ছে মঙ্গলবার। দেওঘর বিমানবন্দর থেকে এই নতুন বিমান পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর একটা বেজে ১৫ মিনিটে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। ঝাড়খণ্ডের দেওঘর থেকে কলকাতায় সড়ক পথের দূরত্ব সাড়ে ৭ ঘণ্টারও বেশি। এই বিমান পরিষেবা চালু হওয়ায় মাত্র ৭৫ মিনিটেই দেওঘর থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতায়।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ২৫ মে ২০১৮-এ ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি রাঁচির পরে ঝাড়খণ্ডের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৪ সালের আগে, ভারতে ৭৪টি বিমানবন্দর ছিল কিন্তু ৭ বছরে, ৬৬টি নতুন বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়েছে৷
advertisement
PM Modi himself laid foundation stone of Deoghar airport in Jharkhand on 25 May 2018. It'll be the 2nd int'l airport in Jharkhand after Ranchi.Prior to 2014, India had 74 airports but in 7 yrs,66 new airports have been established taking the total to 140 airports as of April 2022 pic.twitter.com/ZxBQrEAlsT
— ANI (@ANI) July 11, 2022
advertisement
তথ্য অনুযায়ী, ৬৫৪ একর জমিতে তৈরি দেওঘর এয়ারপোর্ট ঝাড়খণ্ডের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু প্রথম দফায় এখান থেকে অভ্যন্তরীন পরিষেবাই চালু করা হবে। দেওঘর বিমানবন্দর বাবা বৈদ্যনাথ বিমানবন্দর নামেও পরিচিত৷ বিমানবন্দরটি প্রাথমিকভাবে ঝাড়খণ্ডের উত্তর-পূর্ব অংশ এবং দক্ষিণ-পূর্ব বিহারের কিছু জেলায় পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 8:30 PM IST