বদলে গেল ইউআরএল, হ্যাকারের কবলে বামনেতা সূর্যকান্ত মিশ্রের ফেসবুক প্রোফাইল 

Last Updated:

দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সিপিআইএম-এর তরফে।

#কলকাতা: সকাল সকাল ঘুম থেকে উঠেই ফেসবুক খুলতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। বাম নেতা সূর্যকান্ত মিশ্র- এর ভেরিফায়েড ফেসবুক পেজে জ্বলজ্বল করছে দক্ষিণী অভিনেতা সূর্য (সুরিয়া-র ছবি। 'প্রোফাইল পিকচার' ছাড়াও কভার পিকচারের জায়গাতেও একই অবস্থা। অ্যাওয়ার্ড হাতে অভিনেতা সূর্যর অন্য একটি ছবি রয়েছে সেখানে। স্বভাবতই এই নামের পাশে এরম একটি ছবি চট করে মেলাতে পারছিলেন না কেউই। যদিও নামের পাশে তখনও জ্বলজ্বল করছে ভেরিফায়েড নীল টিক। বিভ্রান্তি ছড়িয়ে পড়তেই বিভিন্ন কমেন্ট উড়ে আসতে থাকে ছবিদুটির কমেন্ট বক্সে। একের পর এক কমেন্টে কেউ উদ্বেগ প্রকাশ করেন, কেউ না নিছকই মজা নেন এই পুরো বিষয়টির।
সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র এমনিতে ফেসবুকে বেশ সক্রিয়। মাঝেমধ্যেই কোনও রাজনৈতিক বিষয়ে ব্যক্তিগত কিংবা দলের অবস্থান ফেসবুকে পোস্ট করে থাকেন তিনি। তাঁর ফেসবুক পেজটির পুরোনো সব পোস্টই বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে এই পেজটিতে। কিন্তু উপরের ছবিগুলির সাথে পোস্টগুলিকে মেলাতে পারছেন না কেউই। ফলে অনুগামীরাও যথেষ্টই বিচলিত হয়ে পড়েছেন।
তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সিপিআইএম-এর তরফে। দলের তরফে জানানো হয়েছে, "CPI(M) পলিটব্যুরো সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্রর ভেরিফায়েড ফেসবুক  পেজটি হ্যাক করা হয়েছে। https://www.facebook.com/surjyakmishraএই ইউআরএলটি পরিবর্তন করে  https://www.facebook.com/Surjyaoffcie করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। খুব শীঘ্র এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে বিচলিত না হয়ে ধৈর্য্য ধরতে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।"
advertisement
advertisement
আরও পড়ুন : রূপঙ্কর-অন্বেষার গলায় ‘‘থেকেছি ভাবে আড়িতে’’- কৌশিক ও অপরাজিতার অনস্ক্রিন কেমিস্ট্রিতে কথামৃতের গান সামনে
গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটলেও সকাল থেকেই এই ছবিগুলো টাইমলাইনে আসছে অনেকেরই। টুকরো টুকরো রসিকতাও করছেন কোনো কোনো ফেসবুক ব্যবহারকারী। শেষ কয়েকটি নির্বাচনে সিপিআইএমকে দেখা যাচ্ছে তারা চিরাচরিত প্রচার মাধ্যমগুলিকে ব্যবহারের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও প্রচারেও যথেষ্ট জোর দিয়েছে। সেই ডিজিটাল মাধ্যমেই এরম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়ে এবার যথেষ্টই বিব্রত সিপিআইএম।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বদলে গেল ইউআরএল, হ্যাকারের কবলে বামনেতা সূর্যকান্ত মিশ্রের ফেসবুক প্রোফাইল 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement