Supreme Court Gives Navjot Singh Sidhu 1 Year Jail: নভজ্যোত সিং সিধুকে কারাদণ্ডের নির্দেশ শীর্ষ আদালতের! আত্মসমর্পণ সিধুর

Last Updated:

Navjot Singh Sidhu Surrenders: ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর একটি পার্কিং স্পট নিয়ে পাতিয়ালার বাসিন্দা গুরনাম সিংয়ের সঙ্গে তর্কে জড়ান সিধু।

Navjot Sidhu
Navjot Sidhu
#পঞ্জাব: শুক্রবার পঞ্জাবের পাতিয়ালার একটি আদালতে আত্মসমর্পণ করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু! সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই ৩৪ বছর আগে একজনের মৃত্যুর ঘটনায় এক বছরের কারাদণ্ড দেয় সিধুকে। এর আগে তিনি স্বাস্থ্যগত কারণে আত্মসমর্পণের জন্য আরও কয়েক সপ্তাহ সময় চেয়ে অনুরোধ করেছিলেন। সুপ্রিম কোর্টে নভজ্যোত সিং সিধুর আইনজীবী অভিষেক মনু সিংভিকে বিচারপতি এএম খানউইলকর ভারতের প্রধান বিচারপতি এনভি রমনার কাছে যেতে বলেছিলেন। কিন্তু “বিষয়টি প্রধান বিচারপতির সামনে উপস্থাপিত করা যায়নি”, বলেন সিধুর আইনজীবী। গতকালকের আদেশের পরেই সিধু ট্যুইট করে জানান, তিনি “আইনের কাছে সমর্পণ করবেন।”
বৃহস্পতিবার, সুপ্রিম কোর্ট এক বছরের ‘কঠোর কারাদণ্ডের’ আদেশ দিয়েছে ক্রিকেটার-রাজনীতিবিদ সিধুকে। সম্প্রতি পঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পরে পঞ্জাব কংগ্রেসের প্রধান পদ থেকে পদত্যাগ করেন নভজ্যোত সিধু।
advertisement
সিধুর সময় চাওয়ার অনুরোধের বিরোধিতা করে, বিপক্ষের কৌঁসুলি জানান, “৩৪ বছর কেটে গিয়েছে মানে এই নয় যে অপরাধের মৃত্যু হয়েছে। এখন রায় ঘোষণা করা হয়েছে, তাঁরা আবার তিন-চার সপ্তাহ সময় চাইছেন।” উত্তরে সিংভি বলেন, “আমি বলছি আমি আত্মসমর্পণ করব। তা বিবেচনা করা আপনার বিবেচ্য বিষয়।” বিচারপতি খানউইলকর বলেন, “একটি আনুষ্ঠানিক আবেদন করুন তারপর দেখব। আবেদন ফাইল করুন এবং প্রধান বিচারপতির আদালতে উপস্থাপন করুন, তারপর আমরা দেখব।”
advertisement
সুপ্রিম কোর্ট গতকাল ১৯৮৮ সালে নভজ্যোত সিধু এবং তাঁর বন্ধুর সঙ্গে লড়াই ঝগড়ার পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের দায়ের করা পিটিশনের উপর রায় দিয়েছে। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর একটি পার্কিং স্পট নিয়ে পাতিয়ালার বাসিন্দা গুরনাম সিংয়ের সঙ্গে তর্কে জড়ান সিধু। নভজ্যোত সিধু এবং তাঁর বন্ধু, রুপিন্দর সিং সান্ধু, গুরনাম সিংকে গাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। পরে হাসপাতালে গুরনামের মৃত্যু হয়। গুরনাম সিংকে মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে একজন প্রত্যক্ষদর্শী সিধুর বিরুদ্ধে অভিযোগ করেন। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় একজন ব্যক্তিকে আঘাত করার জন্য সিধুর ১,০০০ টাকা জরিমানার নির্দেশ দেয়।
advertisement
আদালত নিজের আদেশ পর্যালোচনা করে জানিয়েছে, সিধুর ‘কারাদণ্ডই যথাযথ’। “জরিমানা ছাড়াও, আমরা এক বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি আরোপ করা উপযুক্ত বলে মনে করি,” জানায় সুপ্রিম কোর্ট। ১৯৯৯ সালে একটি স্থানীয় আদালত প্রমাণের অভাবে বেকসুর খালাস পান সিধু কিন্তু ২০০৬ সালে হাইকোর্ট তাঁকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে এবং তিন বছরের কারাদণ্ড দেয়।
advertisement
সিধু সুপ্রিম কোর্টে একটি আপিল দাখিল করে সাজা কমিয়ে নেন এবং প্রাক্তন ক্রিকেটারকে জরিমানার আদেশ দিয়েই মামলাটি খারিজ করে দেওয়া হয় এই বলে যে, ঘটনাটি ৩০ বছরের পুরনো এবং সিধু কোনও অস্ত্র ব্যবহার করেননি। কিন্তু মৃতের পরিবার ২০১৮ সালের রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court Gives Navjot Singh Sidhu 1 Year Jail: নভজ্যোত সিং সিধুকে কারাদণ্ডের নির্দেশ শীর্ষ আদালতের! আত্মসমর্পণ সিধুর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement