Subramanian Swamy meets Mamata Banerjee: 'মমতার পাশেই আছি', বৈঠক শেষে বললেন সুব্রহ্মণ্যম স্বামী, জোর জল্পনা দিল্লিতে

Last Updated:

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy meets Mamata Banerjee) ৷

বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী৷ Photo-AITC/Twitter
বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী৷ Photo-AITC/Twitter
#দিল্লি: 'মমতার পাশেই আছি, নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই৷' দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy meets Mamata Banerjee)৷ বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ সাম্প্রতিক কালে স্বামীর সঙ্গে বিজেপি-র সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূলে যোগ না দিলেও বিজেপি সাংসদের অবস্থান দিল্লি রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছে৷
এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুব্রহ্মণ্যম স্বামী৷ দু' জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও হয়৷ বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি-র রাজ্যসভার সাংসদকে প্রশ্ন করা হয়, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কি না৷ স্বামীর সংক্ষিপ্ত জবাব, 'আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি৷ আলাদা করে তৃণমূলে যোগ দেওয়ার প্রয়োজন নেই৷'
advertisement
advertisement
এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তার ঠিক আগে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে তাঁর এই বৈঠক নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়৷
গত মাসেই বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছেন সুব্রহ্মণ্যম স্বামী৷ তার আগে পড়ে বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে অনুমতি না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি৷ নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হওয়ার পরও মমতার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন তিনি৷ তার পর এ দিন তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বামীর মন্তব্যে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Subramanian Swamy meets Mamata Banerjee: 'মমতার পাশেই আছি', বৈঠক শেষে বললেন সুব্রহ্মণ্যম স্বামী, জোর জল্পনা দিল্লিতে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement