Teacher Dress code|| শিক্ষক-শিক্ষিকারা কী পোশাকে স্কুলে যাবেন? কী পরতে পারবেন না? সাফ জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর

Last Updated:

Teacher Dress code: অনেকসময় দেখা গিয়েছে শিক্ষক-শিক্ষিকারা যথাযথ পোশাক পরে স্কুলে যান না। সেই ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয় সাধারণের কাছে। সেই ঘটনা যাতে না ঘতে, তাই প্রশাসন এই কড়া পোশাকবিধি জারি করছে।

অসমে শিক্ষকদের পোশাকবিধি। সংগৃহীত ছবি।
অসমে শিক্ষকদের পোশাকবিধি। সংগৃহীত ছবি।
গুয়াহাটিঃ জিন্স, টি-শার্ট, লেগিংস বা কোনও ক্যাজুয়াল পোশাক পরে স্কুলে যেতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অসম স্কুল শিক্ষা দফতর। পুরুষ এবং মহিলারা কী কী পোশাক পরে স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন আর কোন পোশাক পরে যেতে পারবেন না, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
অসম স্কুল শিক্ষা দফতর নোটিসে জানিয়েছে, শিক্ষকদের স্কুলে যাওয়ার সময়ে ফর্মাল শার্ট-প্যান্টই পরতে হবে। জিন্স-টি-শার্ট পরে স্কুল চত্বরে যেতে পারবেন না তাঁরা। মহিলাদের ক্ষেত্রে সালোয়ার কামিজ, শাড়ি বা মেখলা চাদর পরে যেতে হবে স্কুলে। জিন্স, টি-শার্ট, লেগিংস পরে কোনও শিক্ষিকা যেতে পারবেন না।
advertisement
advertisement
১৯ মে জারি হওয়া অসমের স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনেকসময় দেখা গিয়েছে শিক্ষক-শিক্ষিকারা যথাযথ পোশাক পরে স্কুলে যান না। সেই ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয় সাধারণের কাছে। সেই ঘটনা যাতে না ঘতে, তাই প্রশাসন এই কড়া পোশাকবিধি জারি করছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত, অনেকক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের পছন্দে ইচ্ছেমতো যে পোশাক পরে আসেন, তা গ্রহণযোগ্য হয় না সাধারণের কাছে। শিক্ষকরা সমাজের দর্পণ, বিশেষ করে তাঁরা যখন স্কুলে পড়াতে আসেন। তাই সেই সময়ে তাঁদের নির্দিষ্ট কিছু পোশাকবিধি অবশ্যই মেনে চলা উচিৎ। তাই এই পোশাকবিধির ভাবনা।
advertisement
আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এল বিরাট আপডেট! অবশেষে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পর্ষদ
শুধু কী পরবেন বা কী পরবেন না নয়, শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়ার সময়ে কী ধরণের রঙের পোশাক পরতে হবে তাও একপ্রকার নির্দেশ করে দিয়েছে অসম সরকার। ক্যাজুইয়াল পোশাকের পাশাপাশি কোনও জমকালো পোশাকও যাতে স্কুলে না পরে না যান কেউ, তাও নির্দিষ্ট করা হয়েছে। যদি কেউ এই বিধি না মানেন, তাহলে তাঁর ক্ষেত্রে প্রশাসনের কড়া মনোভাবও নির্দেশিকায় স্পষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Teacher Dress code|| শিক্ষক-শিক্ষিকারা কী পোশাকে স্কুলে যাবেন? কী পরতে পারবেন না? সাফ জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement