BMC Election results: BMC নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর! রয়েছে আরও একাধিক ফৌজদারি মামলা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
BMC Election results: BMC নির্বাচনে জিতলেন গৌরী লঙ্কেশের হত্যায় অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর। এই শ্রীকান্ত পাঙ্গারকর সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত, তিনি জলনা পৌর সংস্থার নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়ে জয়ী হয়েছেন।
মুম্বই: BMC নির্বাচনে জিতলেন গৌরী লঙ্কেশের হত্যায় অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর। এই শ্রীকান্ত পাঙ্গারকর সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত, তিনি জলনা পৌর সংস্থার নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়ে জয়ী হয়েছেন।
তবে শুধু গৌরী লঙ্কেশ হত্যা মামলাই নয়, পাঙ্গারকর, নালাসোপারা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মামলাতেও অভিযুক্ত। শ্রীকান্ত পাঙ্গারকর জলনা পৌর সংস্থার একটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। তাঁর মতো দাগী প্রার্থীর নির্বাচন জয়ের ফলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
এই ঘটনা ফের জন প্রতিনিধিদের যোগ্যতা, প্রার্থীদের কেরিয়ার যাচাই এবং ভোটারদের সচেতনতা নিয়ে বিতর্ককে উসকে দিয়েছে। বিশেষ করে পাঙ্গারকর যখন গুরুতর অপরাধে অভিযুক্ত, তার ফের নির্বাচনে জিতে যাওয়া বিতর্কের সৃষ্টি করেছে। তবুও, নির্বাচন কর্মকর্তারা বলেছেন, কোনও অভিযুক্ত, যিনি দোষী সাব্যস্ত হননি, তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 5:51 PM IST











