Sougata Roy Opens Up: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, সংসদে সরব তৃণমূল, ঝড় তুললেন সৌগত রায়

Last Updated:

 সৌগত রায়ের অভিযোগ বারবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করার পরেও বকেয়া টাকা দেওয়া হয়নি। অবিলম্বে একশো দিনের কাজে রাজ্যের বকেয়া মেটানোর দাবি তোলেন তিনি।

সংসদে সরব সৌগত রায়
সংসদে সরব সৌগত রায়
নয়াদিল্লি :  কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার লোকসভায় বাজেট নিয়ে আলোচনায় তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য রাখেন প্রবীণ সাংসদ সৌগত রায় এবং কাকলি ঘোষ দস্তিদার। সৌগত রায়ের অভিযোগ বারবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করার পরেও বকেয়া টাকা দেওয়া হয়নি। অবিলম্বে একশো দিনের কাজে রাজ্যের বকেয়া মেটানোর দাবি তোলেন তিনি।
এর আগে লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া মেটানোর দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এদিন সে প্রসঙ্গ তুলে কেন্দ্রের ওপর চাপ বাড়ান সৌগত রায়। এবারের বাজেটকে দূরদৃষ্টিহীন এবং সুযোগ সন্ধানী বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রীকে তাঁর পরামর্শ, আগে চলতি প্রকল্পের কাজ শেষ করুন এবং তারপর নতুন প্রকল্পের উদ্বোধন করুন। এবারের বাজেটে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধির মত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর উল্লেখ বাজেট নেই কেন সে প্রসঙ্গ তোলেন তৃণমূলের এই প্রবীণ সাংসদ।
advertisement
সংসদে সরব সৌগত রায় সংসদে সরব সৌগত রায়
মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটকে গরীব বিরোধী জনবিরোধী বলে মন্তব্য করেন তিনি।
advertisement
বাজেট নিয়ে সৌগত রায় ছাড়া বক্তব্য রাখেন কাকলি ঘোষ দস্তিদার। মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা, শিল্পোদ্যোগের ওপর জোর দেন তিনি। তাঁর কথায়, এই বিষয়গুলোর কোনও উল্লেখ নেই বাজেট। তাঁর আরও অভিযোগ, এই বাজেট দূরদৃষ্টিহীণ এবং এটি সম্পূর্ণ একটি সুযোগসন্ধানী বাজেট।
সৌগত রায়ের বক্তব্য রাখার সময় বারবার বাধার সৃষ্টি করেছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খান। তাঁকে ধমক দেন সৌগত। তিনি বিক্ষোভরত বিজেপি সাংসদদের বলেন, ওদের কৌশল হল, বিরোধী দলের সাংসদ বলতে শুরু করলেই তাঁকে বাধা দেওয়া।" রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন ভাষণের পাশাপাশি বাজেট নিয়ে আলোচনার জন্য ১২ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আগামীকাল লোকসভায় বাজেট নিয়ে আলোচনার জবাব দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
advertisement
RAJIB CHAKRABORTY
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sougata Roy Opens Up: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, সংসদে সরব তৃণমূল, ঝড় তুললেন সৌগত রায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement