Kolkata Book Fair: মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কিনে পড়তে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Kolkata Book Fair: বৃহস্পতিবার কলকাতা বইমেলার সন্ধ্যায়।পৌনে সাতটা নাগাদ বর্তমানের বহু চর্চিত এবং প্রশংসিত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে পৌঁছন কলকাতা বইমেলায়৷ 

কলকাতা: একটা সময় জলসায় ঠিক এই লাইনটি বলা হত  ‘‘আজ কা শাম,উনকা নাম’’, ঠিক তেমনি ঘটল বৃহস্পতিবার কলকাতা বইমেলার সন্ধ্যায়।পৌনে সাতটা নাগাদ বর্তমানের বহু চর্চিত এবং প্রশংসিত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে পৌঁছন কলকাতা বইমেলায়৷ তিনি পৌঁছানোর পর সাধারণ মানুষের মধ্যে আলাদা এক কৌতূহল তৈরি হয়। বই মেলায় মানুষের সঙ্গে ,যেরকম চাকরিপ্রার্থীরা মিশেছিলেন। বহু সাধারণ মানুষ যারা এসেছিলেন বই কিনতে,তারাও পর্যন্ত থমকে দাঁড়ালেন।কেউ মুখ বাড়িয়ে,হাত বাড়িয়ে বললেন '‘স্যার আমি ২০১৭র চাকরিপ্রার্থী।’’ কেউ আবার বললেন '‘আমি ২০১৪ এর চাকরি প্রার্থী।’’ '‘দেখবেন স্যার যদি চাকরিটা হয়।'’
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদেরকে উত্তরে বললেন, ‘‘ভাল থাকবেন।’’  অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট কয়েকটি বুক স্টলে যান, সময় কাটান, বই দেখেন এবং বই কেনেনও। তাঁর মধ্যে -কলকাতা ময়দানের সেই পুরনো বইমেলা থেকে আরম্ভ করে বর্তমান বইমেলা।সেগুলির স্মৃতিচারণা করেন। তিনি এও জানান, মেলায় বই চুরি হয়। যারা বই চুরি করে,তারাও বইয়ের পাঠক। তিনি বই চুরিকে অপরাধের মধ্যে ফেলেন না বলে জানালেন। বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ হিসাবে বললেন,- ‘‘সবাই এর বই কেনার ক্ষমতা থাকে না, তাই পড়ার জন্য চুরি করে।’’
advertisement
advertisement
বই মেলায় যতক্ষণ ছিলেন, প্রচুর  মানুষের ভিড় তার পিছু অনুসরণ করে৷ তিনি যে বর্তমান যুবসমাজের আইকন এবং বুদ্ধিশীল মানুষের প্রেরণা ,ভরসার মানুষ। তাঁকে দেখে মেলা জুড়ে যে পরিবেশ তৈরি হল তাতে সেই বার্তাই পরিষ্কার হল। এমনও দেখা গেল, মেলাতে আস অন্য একে হেভিওয়েট এক মন্ত্রী এলেও তাঁকে ঘিরে সেরকম উন্মাদনা চোখে পড়েনি৷
advertisement
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বইমেলায় তারকার মতোই ছিলেন।বইমেলাতে কোথাও তারকা অভিনেতা, কোথাও বা বিখ্যাত কোন মানুষ এসেছিলেন।  দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে উন্মাদনা।  তবে বই পড়া উচিত এবং তিনি যে বই মেলাতে আসেন এবং বই কেনেন।সারাদিনের কাজের ফাঁকেও যে তিনি  বই পড়েন, সেটা  বইমেলাতে এসে বুঝিয়ে গেলেন।তবে জ্ঞান অর্জন এবং বুদ্ধিমত্তার পরিচয় যে বইয়ের মধ্যে পাওয়া যায়,সেটা তার কথায় পরিষ্কার হল ।তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বইও কিনে পড়বেন, সেটাও জানিয়ে গেলেন।
advertisement
SHANKU SANTRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair: মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কিনে পড়তে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement