Badrinath Glacier Burst: : উত্তরাখণ্ডে প্রবল তুষারধস! জাতীয় সড়ক বরফের নিচে, আটকে আছেন ৪০ জন শ্রমিক, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস, আর তার জেরেই ওই রাজ্যের জাতীয় সড়কের বিস্তীর্ণ অঞ্চলে ৪০ জন শ্রমিক আটকে থাকার সম্ভাবনা রয়েছে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
নয়াদিল্লি: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস, আর তার জেরেই ওই রাজ্যের জাতীয় সড়কের বিস্তীর্ণ অঞ্চলে ৪০ জন শ্রমিক আটকে থাকার সম্ভাবনা রয়েছে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বদ্রিনাথ ধাম যাওয়ার পথেই এই বিপর্যয় ঘটে। এই প্রাকৃতিক বিপর্যয় চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।
আরও পড়ুন: দুপুরে খাবার খেতে বাড়ি এল ছেলে… ঘরে যা চলছিল! দেখেই তেলেবেগুনে জ্বলে উঠল ‘ছেলে’!
তুষার ধসের এই ঘটনাটি ঘটেছে মানার বর্ডার রোড অর্গানাইজেশনের ক্যাম্পের কাছে। জানা গিয়েছে গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাতের মধ্যেই হিমবাহ ভেঙে নদীতে পড়ে। জানা গিয়েছে, আটকে পড়া শ্রমিকরা একটি বেসরকারি সংস্থায় চুক্তিভিত্তিকভাবে কাজ করছিলেন।
advertisement
আরও পড়ুন: ‘পুরুষদের কথাও ভাবুন’,চোখে জল আনা ভিডিও দিয়ে চরম সিদ্ধান্ত যুবকের! স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
এই প্রবল তুষারধসে প্রথমে ৫৭ জন শ্রমিক আটকে পড়েন। ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ইতিমধ্যেই, ৪১ জন শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ওই রাজ্যের আইজি নীলেশ আনন্দ ভারনে জানান আহতদের ইতিমধ্যেই মানার সেনার মেডিক্যাল বেসক্যাম্পে পাঠানো হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলার জেলাশাসক সন্দীপ তিওয়ারি জানান, এলাকায় প্রবল তুষারপাত এবং বৃষ্টিপাতের জন্য হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করা যাচ্ছে না। ফলে, এই সময় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলেই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 3:29 PM IST