‘পুরুষদের কথাও ভাবুন’, চোখে জল আনা ভিডিও দিয়ে চরম সিদ্ধান্ত যুবকের! স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ

Last Updated:

‘পুরুষদের কথাও ভাবুন, বলুন’। আবেগপ্রবণ ভিডিও শেয়ার করে নিজেকে শেষ করলেন এক প্রখ্যাত বেসরকারি সংস্থার কর্মী।

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে চরম সিদ্ধান্ত
স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে চরম সিদ্ধান্ত
আগরা: ‘পুরুষদের কথাও ভাবুন, বলুন’। আবেগপ্রবণ ভিডিও শেয়ার করে নিজেকে শেষ করেছিলেন প্রখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। আগ্রায় সোমবার নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ।
যুবকের মৃত্যুর পরে তাঁর পরিবার সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ আধিকারিকরা শিবরাত্রির ডিউটির জন্য ব্যস্ত আছেন এই অজুহাতে ফিরিয়ে দেন বলে অভিযোগ। পরে এই বিষয়ে তাঁরা সিএম পোর্টালে অভিযোগ দায়ের করেন। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে।
advertisement
advertisement
বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, যুবক আত্মঘাতী হওয়ার আগে সমাজমাধ্যমে ৭ মিনিটের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা গিয়েছে তিনি আবেদন করেছেন, ‘পুরুষদের নিয়ে ভাবুন, পুরুষদের কথা বলুন’।
যুবককে ভিডিওতে বলতে বলতে দেখা গিয়েছে, তিনি তাঁর এই পদক্ষেপের জন্য নিজের স্ত্রীকে দায়ী করেছেন। সেই সঙ্গে নিজের বাবা-মায়ের কাছে এই পদক্ষেপের জন্য ক্ষমাও চেয়েছেন।
advertisement
মৃত যুবকের স্ত্রী অন্য একটি ভিডিও করে দাবি করেছেন, তিনি তিনবার মানবকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছেন। তিনি আরও বলেন, “আমি তাকে প্রান্ত থেকে টেনে এনে এখানে নিয়ে এসেছি। কিন্তু শেষ পর্যন্ত, সে-ই আমাকে আমার বাবা-মায়ের বাড়িতে রেখে চলে গেল”।
advertisement
DISCLAIMER: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘পুরুষদের কথাও ভাবুন’, চোখে জল আনা ভিডিও দিয়ে চরম সিদ্ধান্ত যুবকের! স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement