Train toilet: অনেকক্ষণ দরজা বন্ধ মুম্বই মেলের টয়লেটের! সাঁতরাগাছিতে দরজা খুলতেই যা হল... চোখ ছানাবড়া সকলের

Last Updated:
Train toilet: ফের আতঙ্কের ঘটনা ট্রেনে। শুধু আতঙ্ক নয়, ট্রেন থেকে এবার যা পাওয়া গেল শুনলে আতঙ্কিত হবেন আপনিও।
1/5
ফের আতঙ্কের ঘটনা ট্রেনে। শুধু আতঙ্ক নয়, ট্রেন থেকে এবার যা পাওয়া গেল শুনলে আতঙ্কিত হবেন আপনিও।
ফের আতঙ্কের ঘটনা ট্রেনে। শুধু আতঙ্ক নয়, ট্রেন থেকে এবার যা পাওয়া গেল শুনলে আতঙ্কিত হবেন আপনিও।
advertisement
2/5
ট্রেনের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। ভয়ঙ্কর ঘটনা বললেও কম বলা হয়। মুম্বাই থেকে হাওড়া আসার পর সেই ট্রেন যখন সাঁতরাগাছি কারশেডে পৌঁছতেই ট্রেন পরিষ্কার করার জন্য সাফাই কর্মীরা আসেন।
ট্রেনের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। ভয়ঙ্কর ঘটনা বললেও কম বলা হয়। মুম্বাই থেকে হাওড়া আসার পর সেই ট্রেন যখন সাঁতরাগাছি কারশেডে পৌঁছতেই ট্রেন পরিষ্কার করার জন্য সাফাই কর্মীরা আসেন।
advertisement
3/5
জেনারেল কামরার বন্ধ দরজা খুলতেই হতবাক হয়ে যান সবাই। ট্রেনের বাথরুমে ঝুলছে দেহ। প্রতীকী ছবি
জেনারেল কামরার বন্ধ দরজা খুলতেই হতবাক হয়ে যান সবাই। ট্রেনের বাথরুমে ঝুলছে দেহ। প্রতীকী ছবি
advertisement
4/5
দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেন সাফাই কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে দেহটি সেখানে এল জানার চেষ্টা করছে পুলিশ।
দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেন সাফাই কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে দেহটি সেখানে এল জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
5/5
কয়েকদিন আগেই ট্রেনের প্রতিবন্দী কামরায় উদ্ধার হয়েছিলো বালির তবলা বাদকের দেহ। তখনই রেলের  নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। ফের দেহ উদ্ধারে প্রশ্নের মুখে রেল।
কয়েকদিন আগেই ট্রেনের প্রতিবন্দী কামরায় উদ্ধার হয়েছিলো বালির তবলা বাদকের দেহ। তখনই রেলের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। ফের দেহ উদ্ধারে প্রশ্নের মুখে রেল।
advertisement
advertisement
advertisement