দুপুরে খাবার খেতে বাড়ি এল ছেলে... ঘরে যা চলছিল! দেখেই তেলেবেগুনে জ্বলে উঠল 'ছেলে'! নিমেষে যা ঘটল, শুনলে ছিটকে যাবেন

Last Updated:
Nagpur Viral News: মহারাষ্ট্রের নাগপুর জেলায় মাত্র ১৯ বছর বয়সি এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছে যা চমকে দিল সকলকে। ভয়ঙ্কর এক 'অপরাধ' করে বসল সদ্য কৈশোর পেরোনো তরুণ। তবে এই ঘটনার পিছনের কারণটিও ছিল অবাক করার মতো। যা শুনে রীতিমতো স্তম্ভিত ও হতবাক নেটিজেনরাও।
1/10
দুপুরে খাবার খেতে বাড়ি এল ছেলে! ঘরে মায়ের সঙ্গে যা চলছিল! দেখেই তেলেবেগুনে জ্বলে উঠল 'ছেলে'! নিমেষে যা ঘটল, শুনলেই শিউরে উঠবেন দুপুরে খাবার খেতে বাড়ি এল ছেলে! ঘরে যা চলছিল! দেখেই তেলেবেগুনে জ্বলে উঠল 'ছেলে'! নিমেষে যা ঘটল, শুনলে ছিটকে যাবেন! 'মায়ের' সঙ্গে চরম দুর্ব্যবহার 'বাবার'! দেখেই তেলেবেগুনে জ্বলে উঠল 'ছেলে'! নিমেষে যা ঘটল, সবার চক্ষুচড়কগাছ মহারাষ্ট্রের নাগপুর জেলায় মাত্র ১৯ বছর বয়সি এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছে যা চমকে দিল সকলকে। ভয়ঙ্কর এক 'অপরাধ' করে বসল সদ্য কৈশোর পেরোনো তরুণ। তবে এই ঘটনার পিছনের কারণটিও ছিল অবাক করার মতো। যা শুনে রীতিমতো স্তম্ভিত ও হতবাক নেটিজেনরাও। ঠিক কী ঘটেছিল নাগপুরে? জানা গিয়েছে মহারাষ্ট্রের নাগপুর জেলায় ১৯ বছর বয়সি এক যুবক তাঁর বাবাকে খুন করেছে। তবে এর পিছনের আসল কাহিনি রীতিমতো অবাক করবে আপনাকে। ঘটনাটি ঘটেছে নাগপুর জেলার কোন্ধালি শহরে, যা জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযুক্ত অংশুল ওরফে গৌরব বাবারাও জয়পুরকর পেশায় একজন গাড়ি মেকানিক। বুধবার দুপুরে অংশুল যখন দুপুরের খাবার খেতে বাড়িতে পৌঁছয়, তখন সে দেখতে পায় তার বাবা বাবারাও মধুকর জয়পুরকর (৫২) তার মাকে অশ্রাব্য গালিগালাজ করছেন। বাবার এই কাজ দেখে আনশুল মাথা স্থির রাখতে পারে না। রেগে কাঁপতে থাকে সে। বাবার মদ্যপানের অভ্যাস এবং বেকারত্বের কারণে সে ইতিমধ্যেই তাঁকে নিয়ে মনোকষ্টে ছিল। এরইমধ্যে মায়ের উপর বাবার এই নির্যাতন ও অকথ্য ভাষণ কিছুতেই মেনে নিতে পারেননি অংশুল। রাগ মাথায় চড়ে যায় মুহূর্তে। বাবাকে চোখের সামনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অংশুল। রাগে সে কাছে পড়ে থাকা একটি কাঠের টুকরো তুলে সরাসরি তার বাবার মাথায় আঘাত করে। কাঠের লাঠির জোরে আঘাত এতটাই মারাত্মক ছিল যে বাবারাও জয়পুরকর ঘটনাস্থলেই মারা যান। শব্দ শুনে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অংশুলকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময়, অংশুল তার অপরাধ স্বীকার করে এবং বলে যে তার বাবার মদ্যপানের অভ্যাসে অতিষ্ট হয়ে এবং মায়ের উপর দুর্ব্যবহারে এই সিদ্ধান্ত নিয়েছে সে। আনশুল পুলিশকে জানিয়েছে যে বাবার মদ্যপানের অভ্যাস নতুন নয়। মদ্যপ অবস্থায় সে প্রায়ই তার স্ত্রীকে মারধর করত এবং গালিগালাজ করত। এই নিয়ে আনশুল খুবই বিরক্ত ছিল। কিন্তু যখন তাঁকে সে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখে, সে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এই ভয়াবহ পদক্ষেপ নেয়। হাড়হিম করা এই ঘটনায় কোন্ধালি পুলিশ অভিযুক্ত অংশুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পরবর্তী পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে ইতিমধ্যেই। ঘটনার সময় বাড়িতে আর কারা উপস্থিত ছিলেন এবং হঠাৎ রাগের বশে খুনটি করা হয়েছে নাকি পূর্বের কোনও শত্রুতা ছিল, তা এখন পুলিশ তদন্ত করে দেখছে।
মহারাষ্ট্রের নাগপুর জেলায় মাত্র ১৯ বছর বয়সি এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছে যা চমকে দিল সকলকে। ভয়ঙ্কর এক 'অপরাধ' করে বসল সদ্য কৈশোর পেরোনো তরুণ। তবে এই ঘটনার পিছনের কারণটিও ছিল অবাক করার মতো। যা শুনে রীতিমতো স্তম্ভিত ও হতবাক নেটিজেনরাও।
advertisement
2/10
ঠিক কী ঘটেছিল নাগপুরে? জানা গিয়েছে মহারাষ্ট্রের নাগপুর জেলায় ১৯ বছর বয়সি এক যুবক তাঁর বাবাকে খুন করেছে। তবে এর পিছনের আসল কাহিনি রীতিমতো অবাক করবে আপনাকে।
ঠিক কী ঘটেছিল নাগপুরে? জানা গিয়েছে মহারাষ্ট্রের নাগপুর জেলায় ১৯ বছর বয়সি এক যুবক তাঁর বাবাকে খুন করেছে। তবে এর পিছনের আসল কাহিনি রীতিমতো অবাক করবে আপনাকে।
advertisement
3/10
ঘটনাটি ঘটেছে নাগপুর জেলার কোন্ধালি শহরে, যা জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযুক্ত অংশুল ওরফে গৌরব বাবারাও জয়পুরকর পেশায় একজন গাড়ি মেকানিক।
ঘটনাটি ঘটেছে নাগপুর জেলার কোন্ধালি শহরে, যা জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযুক্ত অংশুল ওরফে গৌরব বাবারাও জয়পুরকর পেশায় একজন গাড়ি মেকানিক।
advertisement
4/10
বুধবার দুপুরে অংশুল যখন দুপুরের খাবার খেতে বাড়িতে পৌঁছয়, তখন সে দেখতে পায় তার বাবা বাবারাও মধুকর জয়পুরকর (৫২) তার মাকে অশ্রাব্য গালিগালাজ করছেন।
বুধবার দুপুরে অংশুল যখন দুপুরের খাবার খেতে বাড়িতে পৌঁছয়, তখন সে দেখতে পায় তার বাবা বাবারাও মধুকর জয়পুরকর (৫২) তার মাকে অশ্রাব্য গালিগালাজ করছেন।
advertisement
5/10
বাবার এই কাজ দেখে আনশুল মাথা স্থির রাখতে পারে না। রেগে কাঁপতে থাকে সে। বাবার মদ্যপানের অভ্যাস এবং বেকারত্বের কারণে সে ইতিমধ্যেই তাঁকে নিয়ে মনোকষ্টে ছিল।
বাবার এই কাজ দেখে আনশুল মাথা স্থির রাখতে পারে না। রেগে কাঁপতে থাকে সে। বাবার মদ্যপানের অভ্যাস এবং বেকারত্বের কারণে সে ইতিমধ্যেই তাঁকে নিয়ে মনোকষ্টে ছিল।
advertisement
6/10
এরইমধ্যে মায়ের উপর বাবার এই নির্যাতন ও অকথ্য ভাষণ কিছুতেই মেনে নিতে পারেননি অংশুল। রাগ মাথায় চড়ে যায় মুহূর্তে।
এরইমধ্যে মায়ের উপর বাবার এই নির্যাতন ও অকথ্য ভাষণ কিছুতেই মেনে নিতে পারেননি অংশুল। রাগ মাথায় চড়ে যায় মুহূর্তে।
advertisement
7/10
বাবাকে চোখের সামনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অংশুল। রাগে সে কাছে পড়ে থাকা একটি কাঠের টুকরো তুলে সরাসরি তার বাবার মাথায় আঘাত করে।
বাবাকে চোখের সামনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অংশুল। রাগে সে কাছে পড়ে থাকা একটি কাঠের টুকরো তুলে সরাসরি তার বাবার মাথায় আঘাত করে।
advertisement
8/10
কাঠের লাঠির জোরে আঘাত এতটাই মারাত্মক ছিল যে বাবারাও জয়পুরকর ঘটনাস্থলেই মারা যান। শব্দ শুনে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
কাঠের লাঠির জোরে আঘাত এতটাই মারাত্মক ছিল যে বাবারাও জয়পুরকর ঘটনাস্থলেই মারা যান। শব্দ শুনে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
advertisement
9/10
ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অংশুলকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময়, অংশুল তার অপরাধ স্বীকার করে এবং বলে যে তার বাবার মদ্যপানের অভ্যাসে অতিষ্ট হয়ে এবং মায়ের উপর দুর্ব্যবহারে এই সিদ্ধান্ত নিয়েছে সে।
ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অংশুলকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময়, অংশুল তার অপরাধ স্বীকার করে এবং বলে যে তার বাবার মদ্যপানের অভ্যাসে অতিষ্ট হয়ে এবং মায়ের উপর দুর্ব্যবহারে এই সিদ্ধান্ত নিয়েছে সে।
advertisement
10/10
হাড়হিম করা এই ঘটনায় কোন্ধালি পুলিশ অভিযুক্ত অংশুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পরবর্তী পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে ইতিমধ্যেই। ঘটনার সময় বাড়িতে আর কারা উপস্থিত ছিলেন এবং হঠাৎ রাগের বশে খুনটি করা হয়েছে নাকি পূর্বের কোনও শত্রুতা ছিল, তা এখন পুলিশ তদন্ত করে দেখছে।
হাড়হিম করা এই ঘটনায় কোন্ধালি পুলিশ অভিযুক্ত অংশুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পরবর্তী পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে ইতিমধ্যেই। ঘটনার সময় বাড়িতে আর কারা উপস্থিত ছিলেন এবং হঠাৎ রাগের বশে খুনটি করা হয়েছে নাকি পূর্বের কোনও শত্রুতা ছিল, তা এখন পুলিশ তদন্ত করে দেখছে।
advertisement
advertisement
advertisement