বেঙ্গালুরু: বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক দিদির। ভাই জেনে ফেলতেই চরম পরিণতি। প্রেমিকের সঙ্গে ছক কষে, ছোট ভাইকে খুন করল দিদি। সেখানেই শেষ নয়, প্রমাণ লোপাট করতে ভাইয়ের দেহ টুকরো টুকরো করে কেটে, তিনটে ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল অভিযুক্ত দিদি ও তাঁর প্রেমিক। অবশেষে, ৮ বছর পরে পুলিশের হাতে ধরা পড়ল ৩১ বছরের ভাগ্যশ্রী সিদ্দাপ্পা পূজারি ও শঙ্করাপ্পা।
ভাগ্যশ্রী সিদ্দাপ্পা পুজারি ছিলেন কর্নাটকের বিজয়পুরা জেলার বাসিন্দা। তাঁর ভাই লিঙ্গারাজু। পুলিশ জানিয়েছে, ভাগ্যশ্রী এবং তার ভাই লিঙ্গারাজু সিদ্দাপ্পা পূজারি জিগানির একটি কারখানায় কাজ করতেন এবং ভাদেরমাচানাহল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেই সময় ভাগ্যশ্রীর সঙ্গে শঙ্করপ্পা নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন: মাঝরাতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেন, আর চটকাবে না ঘুম, আপনাকে ডেকে দেবে ভারতীয় রেল!
কিন্তু এই শঙ্করাপ্পা ছিলেন বিবাহিত। লিঙ্গারাজু বিষয়টির বিরোধিতা করেন। অভিযোগ, এরপরেই ভাগ্যশ্রী এবং শঙ্করপ্পা পরিকল্পনা করে হত্যা করে লিঙ্গারাজুকে। শুধু তাই নয়, তার দেহ টুকরো টুকরো করে কেটে তিনটে ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে তারা। জিগানি থানার পুলিশ ঘটনার অনেক পরে অঙ্গ-প্রত্যঙ্গ ভর্তি একটি ব্যাগ দেখতে পেলে খুনের বিষয়টি সামনে আসে।
তবে ঘটনার পর পরই অভিযুক্ত দিদি ও তাঁর প্রেমিক এলাকা থেকে গায়েব হয়ে যায়। একসময় প্রমাণের অভাবে তদন্ত প্রক্রিয়া বন্ধও করে দেয় পুলিশ। কিন্তু, ফাইল বন্ধ হলেও অভিযুক্তদের খোঁজে তল্লাশি ভিতর ভিতর জারি রেখেছিল পুলিশ।
অবশেষে, এতদিন পরে জানা যায়, নাসিকের একটি কারখানায় বর্তমানে কাজ করছেন ২ অভিযুক্ত। ব্যাস। ওমনি, পুলিশের একটি দল সোজা পৌঁছে যায় ওই কারখানায়। তবে ততদিনো ওরাও চাকরি বদলে ফেলেছে। অবশেষে, দীর্ঘ টানাপড়েনের পরে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত ২ জন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।