Viral: ভয়ডরের নামগন্ধ নেই! পাইথনকে কোলে নিয়ে বেজায় আদর খুদের, দেখলে হাড়হিম হয়ে যাবে, ভাইরাল হল ভিডিও
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আসলে প্রাণিরা নিজে থেকে মানুষের ক্ষতি করে না। অজগরও নয়। সময় মতো যদি তাকে খাবার দেওয়া হয়, তাকে পরিচর্যা করা হয়, তাকে ভালবাসা হয়, তাহলে এই বিশালাকার ভয়াল সাপও যে মানুষের বন্ধু হয়ে উঠতে পারে, এমনটা তো হলফ করে বলছেন খোদ বিশেষজ্ঞেরা।
কলকাতা: বাড়িতে আমরা সাধারণত কী পুষে থাকি? কুকুর, বিড়াল, মাছ। বড় জোর পাখি। বাড়িতে পাইথন পুষে রেখেছেন এমন নির্দশন বিরল হলেও দেখা যে এক্কেবারেই যায় না এমনটা নয়। কিন্তু, সেই পাইথনের মালিক একজন বাচ্চা ছেলে এমনটা দেখেছেন কি? তবে দেখুন। বিশাল বড় এক রেটিকিউলেট পাইথনকে যে শুধু বাড়িতে পুষে রেখে তা-ই নয়। তাকে রীতিমতো কোলে নিয়ে আদরও করছে এই খুদে। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও।
Instagram nature_lover_8872 নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে ভিডিও। সেই ভিডিও দেখে গা শিউরে উঠবে না, এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে নেই। ভিডিওয়োয় দেখা যাচ্ছে ছেলেটি তার কোলে একটি বিশাল অজগরকে নিয়ে তাকে বেজায় আদর করছে।
advertisement
advertisement
advertisement
ভাইরাল সেই ভিডিও দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আস্ত ছাগলও খেয়ে ফেলতে পারে যে পাইথন, সেই অজগরই মানুষের আশপাশে খুব ঘনিষ্ঠ অবস্থায় তাদের বাড়িতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এমনটা কি আদৌ কল্পনা করা হয়! কিন্তু অজগরকে কোলে নিয়ে বসা ছেলেটিকে কিন্তু একফোঁটাও ভয় পেতে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: ব্লকে ব্লকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে! ফোনের লাউডস্পিকারেই মুর্শিদাবাদের নেতাদের 'ক্লাস' নিলেন মমতা
আসলে প্রাণিরা নিজে থেকে মানুষের ক্ষতি করে না। অজগরও নয়। সময় মতো যদি তাকে খাবার দেওয়া হয়, তাকে পরিচর্যা করা হয়, তাকে ভালবাসা হয়, তাহলে এই বিশালাকার ভয়াল সাপও যে মানুষের বন্ধু হয়ে উঠতে পারে, এমনটা তো হলফ করে বলছেন খোদ বিশেষজ্ঞেরা। তবে অবশ্যই, এঅই সমস্ত ক্ষেত্রে অজগর পোষার যথেষ্ট প্রশিক্ষণ থাকা উচিত। উচিত সচেতন থাকাও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 19, 2023 5:40 PM IST

