কলকাতা: সাগরদিঘি উপ নির্বাচনে হারের ঘা যেন কিছুতেই শুকোতে চাইছে না। যদিও, ক্ষত চিহ্নিত হওয়া মাত্রই চিকিৎসায় মন দিয়েছে তৃণমূল। রবিবার তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই মুর্শিদাবাদ জেলার ১৯ বিধায়ক এবং ২ সাংসদকে নিয়ে বৈঠক করলেন। তবে অভিনব কায়দায় হল সেই বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে নয়। দলীয় কার্যালয়ে উপস্থিত নেতার ফোনে ফোন করে ফোনের লাউডস্পিকার অন করে প্রায় ১৯ মিনিট ধরে মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন তৃণমূলনেত্রী। তাঁর বার্তায় যেমন উঠে এসেছে গোষ্ঠীকোন্দল প্রসঙ্গ, তেমনই আলোচনা হয়েছে সংখ্যালঘু ভোট নিয়েও।
তবে এদিন সাগরদিঘি উপ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা। দাবি করেন, "সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে।" দলীয় নেতৃত্বকে তাঁর বার্তা, তৃণমূল সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছে, তাঁদের সাহায্য় করেছে, বর্তমানে বিরোধীরা তাঁদের ভুল বোঝানোর চেষ্টা করছে। সেটা সিএএ হোক ,বা অন্য যে কোনও ইস্যু নিয়ে হোক। তাই এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে তাঁদের। ব্লকে ব্লকে গিয়ে কাজ করতে হবে। একটা ভোটের ফলাফল দেখে বসে থাকলে হবে না।
প্রসঙ্গত, সাগরদিঘি উপ নির্বাচনে জয়ী বাইরন বিশ্বাস দাবি করেছিলেন, এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল সমর্থকদের একাংশই তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন। যদিও সাগরদিঘিতে হারের পিছনে গোষ্ঠীকোন্দল, প্রার্থী পছন্দ না হওয়ার মতো বিষয় উঠে এসেছে তৃণমূলের অন্তর্বর্তী ময়নাতদন্তে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে সিএএ, ইউনিফর্ম সিভিল কোড নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বকে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে আগামী মাসে মুর্শিদাবাদ যাবেন তিনি। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে তাঁর বার্তা, "একটা ভোটের ফলে সব কিছু স্থির হয় না। প্রতি পঞ্চায়েত ও ব্লকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।