Indian Railways | Destination Alert: মাঝরাতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেন, আর চটকাবে না ঘুম, আপনাকে ডেকে দেবে ভারতীয় রেল!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
মাঝরাতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেন? ঘুমিয়ে পড়লে হবে বড় বিপদ? চিন্তা করবেন না, আপনাকে ঘুম থেকে ডেকে দেবে রেল, কী পদ্ধতি? কতই বা খরচ, রইল তথ্য
advertisement
দূরে ট্রেন সফর করছেন। কিন্তু কিছুতেই মনের মতো বা সুবিধামতো সময়ে ট্রেন পাচ্ছেন না। দেখছেন, এমন একটা ট্রেনের টিকিটই পড়ে রয়েছে, যেটা গন্তব্যে পৌঁছবে পাত ২টো কী ৩টে নাগাদ। ব্যাস! মাথায় হাত। ভাবছেন, গেল সেদিনের মতো রাতের ঘুম নষ্ট হয়ে। কখন স্টেশন আসবে, তার চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারবেন না। নাহ! এবার কিন্তু, এমনটা আর হবে না। তবে, তার জন্য আপনাকে জানতে হবে রেলের এই সুবিধার খুঁটিনাটি। অধিকাংশ মানুষই জানেন না যে পরিষেবার কথা।
advertisement
নতুন এই সার্ভিসের নাম 'ডেস্টিনেশন অ্যালার্ট'। রাতে যাতায়াতকারী যাত্রীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। এই পরিষেবা ব্যবহার করলে যাত্রীরা গন্তব্য স্টেশনে পৌঁছনোর ২০ মিনিট আগেই রেলওয়ের তরফ থেকে চলে যাবে এসএমএস। করা হবে একটি ফোনও। তবে একটা কথা। আপনাদের মনে রাখতে হবে, এই পরিষেবা শুরু হয়েছে দূরযাত্রার ট্রেনের জন্য। কিন্তু, কী ভাবে পাবেন এই পরিষেবা? এবার রইল তার পদ্ধতি।
advertisement
advertisement
advertisement