আপনাদের জেলে ভরা হবে না কেন! সুপ্রিম কোর্টে বেনজির ধমক খেলেন NRC-র দুই 'হোতা'

Shailesh, Registrar General and and Prateek hajela, NRC coordinator

Shailesh, Registrar General and and Prateek hajela, NRC coordinator

NRC Assam: এজলাসে দাঁড়িয়ে দুই অফিসারই হাত জোড় করে ক্ষমা চান আদালতের কাছে৷ এরপরই সর্বোচ্চ আদালত বলে, 'আপনারা আদালতের নিযুক্ত অফিসার৷ কোন এক্তিয়ারে আপনারা সংবাদমাধ্যমে দাবি করেন, যে কোনও নতুন নথি বিচার্য হতে পারে NRC-তে নাম নথিভূক্তির ক্ষেত্রে৷ এ সব বলার আপনারা কে? কে আপনাদের অথরিটি দিয়েছে?'

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎ‌সনার মুখে পড়লেন দুই অফিসার৷ মঙ্গলবার NRC কো-অর্ডিনেটর ও রেজিস্টার জেনারেলকে একহাত নিয়ে শীর্ষ আদালতের ধমক, 'আপনারা দু'জনে স্পষ্টতই আদালতকে অবমাননা করেছেন৷ আপনাদের কি জেলে পাঠানো উচিত নয়? আপনাদের দু'জনেরই শাস্তি হওয়া উচিত৷'

    আরও পড়ুন: রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, নাম নেই নাগরিকপঞ্জিতে

    NRC নিয়ে কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা ও রেজিস্টার জেনারেল শৈলেশকে সমন পাঠায় সুপ্রিম কোর্ট৷ বস্তুত, এই দুই অফিসার জাতীয় নাগরিক পঞ্জির খসড়ায় নাম না-থাকা নাগরিকদের নাম তোলার জন্য নানা প্রক্রিয়ার কথা বলেছেন সংবাদমাধ্যমে৷ এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট৷

    আরও পড়ুন: এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম

    এ দিন বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি রোহিনটন এফ নরিম্যানের বেঞ্চ উত্তম-মধ্যম তিরস্কার করে দুই অফিসারকে৷ প্রতীক হাজেলা ও শৈলেশের কীর্তিতে সুপ্রিম কোর্ট হতভম্ব ও বিরক্ত বলেও জানান বিচারপতিরা৷

    আরও পড়ুন: দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা

    এজলাসে দাঁড়িয়ে দুই অফিসারই হাত জোড় করে ক্ষমা চান আদালতের কাছে৷ এরপরই সর্বোচ্চ আদালত বলে, 'আপনারা আদালতের নিযুক্ত অফিসার৷ কোন এক্তিয়ারে আপনারা সংবাদমাধ্যমে দাবি করেন, যে কোনও নতুন নথি বিচার্য হতে পারে NRC-তে নাম নথিভূক্তির ক্ষেত্রে৷ এ সব বলার আপনারা কে? কে আপনাদের অথরিটি দিয়েছে?' আদালতের আরও বক্তব্য, 'প্রেসকে কিছু জানানো আপনাদের কাজ নয়৷ আপনাদেরকে NRC তৈরির কাজ দেওয়া হয়েছিল মাত্র৷ আপনারা ভুলে যাচ্ছেন আপনারা আদালতের নিযুক্ত অফিসার৷ আপনারা কিছু বললে, তা আমাদের দিকেই ঘুরে আসবে৷'

    খবরটি ইংরেজিতে পড়তে Click করুন

     
    First published:

    Tags: NRC Assam, NRC Coordinator, Supreme Court