Share Market Today : পতনের সঙ্গে খুলল ভারতীয় শেয়ার বাজার, ১৬৫০০-র স্তরের নিচে নিফটি!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Share Market Today : সারা বিশ্বে খারাপ সঙ্কেতের কারণে শেয়ার বাজারে চাপ পরিলক্ষিত হয়েছে।
#নয়াদিল্লি: ভারতীয় শেয়ার বাজার মঙ্গলবার খোলার সময় সেখানে পতন দেখা গিয়েছে। সেনসেক্স (Sensex)-এর ক্ষেত্রে পতন হয়েছে ৪০০ পয়েন্টেরও বেশি, ফলে তা এখন পৌঁছেছে ৫৫২০০-য়। আর এদিন নিফটি (Nifty)-তেও ১০০ পয়েন্টের বেশি পতন দেখা গিয়েছে। ফলে নিফটি এখন পৌঁছেছে ১৬৫০০-র স্তরের নিচে। অন্য দিকে, ব্যাঙ্ক নিফটি-তেও ২০০ পয়েন্টের বেশি পতন দেখা যাচ্ছে এবং এই সূচকটি ৩৫১০০-র গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের নিচে চলে এসেছে।
শেয়ার বাজার খোলার পরে বহু স্টকের ভবিষ্যতের দর এনএসই (NSE)-তে আপডেট করা যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ এই সমস্যা চলার পরে ৯টা ৩৫ মিনিট নাগাদ এই সমস্যা শেষ হয়। দাম আপডেট না-হওয়ায় কিছুক্ষণ ধরে একটা বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে।
advertisement
advertisement
অপরিশোধিত তেলের দাম অন্যতম বড় নেতিবাচক ফ্যাক্টর:
মার্কেট বিশেষজ্ঞদের মতে, সোমবার মার্কিন বাজারগুলিতে সামান্য উর্ধ্বগতি দেখা গেলেও ভারতীয় বাজারে তা হয়নি। কারণ ওই দিন ভারতীয় শেয়ার বাজার পতনের সঙ্গেই খুলতে দেখা যায়। আসলে সারা বিশ্বে খারাপ সঙ্কেতের কারণে শেয়ার বাজারে চাপ পরিলক্ষিত হয়েছে। তাছাড়া এর অবশ্য আর একটা কারণও রয়েছে। আর সেটা হল- অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের ব্যবসা হচ্ছে ১২০ ডলারের বেশি দরে। আসলে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে তা ভারতীয় বাজারের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আর সেখানে আপাতত অপরিশোধিত তেলের এই দাম কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
advertisement
একই সঙ্গে মুদ্রাস্ফীতির সমস্যাও জারি রয়েছে। আজ রিজার্ভ ব্যাঙ্কের তিন দিন ব্যাপী বৈঠকের দ্বিতীয় দিন এবং সেই হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় ব্যবসায়ীরা সুরক্ষামূলক পন্থা অবলম্বন করছেন। এখন সকলেই রিজার্ভ ব্যাঙ্ক এবং আসন্ন মার্কিন পরিসংখ্যানের দিকে তাকিয়ে রয়েছেন।
advertisement
বিক্রিবাটা চালিয়ে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা:
এনএসই থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিদেশী সংস্থাগত বিনিয়োগকারীরা (এফআইআই) ৬ জুন মোট ২৩৯৭.৬৫ কোটি টাকার শেয়ারের বিক্রয় করেছে। সেখানে দেশীয় সংস্থাগত বিনিয়োগকারীরা (ডিআইআই) মোট ১৯৪০ কোটি টাকার শেয়ার ক্রয় করেছে। গত আট মাস ধরে একটানা বিক্রিবাটা করছে বিদেশি বিনিয়োগকারীরা। ২০২১ সালের অক্টোবর মাসের পরে এফপিআই ২ লক্ষ কোটি টাকার বেশি বিক্রিবাটা করেছে। আর যার প্রভাব দেখা যাচ্ছে ভারতীয় শেয়ার বাজারেও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2022 2:01 PM IST