Sanjay Raut ED: ম্যারাথন জেরা! দিনভর তুমুল তল্লাশি! কত টাকা উদ্ধার হল সঞ্জয়ের বাড়ি থেকে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sanjay Raut: সকাল সাতটা থেকে শুরু হয় ইডির তল্লাশি। দিনভর চলে ম্যারাথন জেরা। এরপরেই রবিবার বিকেলে ইডির দফতরে তুলে আনা হয় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে।
#নয়াদিল্লি : সকাল সাতটা থেকে শুরু হয় ইডির তল্লাশি। দিনভর চলে ম্যারাথন জেরা। এরপরেই রবিবার বিকেলে ইডির দফতরে তুলে আনা হয় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোটা অঙ্কের টাকা। ইডি সূত্রে খবর, তাঁর বাড়ি থেকে ১১ লাখ ৫০ হাজার টাকা নগদ টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Sanjay Raut ED)।
#WATCH Shiv Sena leader Sanjay Raut at his Mumbai residence as Enforcement Directorate conducts a raid there, in connection with the Patra Chawl land scam case pic.twitter.com/TnemlfgV1F
— ANI (@ANI) July 31, 2022
advertisement
গত ২২ জুলাই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। সেখানে থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। এরপরে অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেলঘরিয়াতে উদ্ধার হয় আরও প্রায় ৩০ কোটি টাকা। এই বিপুল ধনরাশি গুনতে আনা হয় মেশিন। টাকা নিয়ে যেতে আসে ট্রাকও। এরপর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। বার বার দেশজুড়ে প্রসঙ্গ উঠতে শুরু করে দুর্নীতি ও তার সঙ্গে জড়িয়ে থাকা কেলেঙ্কারি ও টাকার (Sanjay Raut ED)।
advertisement
এরইমধ্যে আজ রবিবার সকাল থেকেই চর্চার কেন্দ্রে মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ সঞ্জয় রাউত। আর্থিক তছরুপের ঘটনায় তাঁকে এর আগেও দু-দু'বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু, ED-র ডাকে সাড়া দেননি তিনি। এরপরেই রবিবার চলে ইডির অভিযান। যার শেষে সঞ্জয় রাউতকে আটক করা হয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা।
advertisement
এদিকে, ইডি হানা দেওয়ার পরই সঞ্জয় রাউত (Sanjay Raut ED) টুইটারে ক্ষোভ উগরে দিয়ে জানান, ”ভুয়ো অভিযোগ, মিথ্যে পদক্ষেপ। আমি শিবসেনা ছাড়ব না। মরে গেলেও আত্মসমর্পণ করব না। আমি কোনও কেলেঙ্কারির সঙ্গেই যুক্ত নই। শিব সেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে বলছি। বালাসাহেব আমাদের লড়তে শিখিয়েছেন। আমি শিব সেনার হয়ে লড়াই চালিয়ে যাব।”
advertisement
आप ऊस व्यक्ती को नहीं हरा सकते.. जो कभी हार नहीं मानता! झुकेंगे नही! जय महाराष्ट्र pic.twitter.com/lp7VXzqtmj
— Sanjay Raut (@rautsanjay61) July 31, 2022
রবিবার সকাল থেকেই সঞ্জয় রাউতের বাড়ির সামনে তাঁর সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁরা বিজেপি ও ইডির বিরুদ্ধে সোচ্চার হয়ে স্লোগান দিচ্ছিলেন। অবশেষে কয়েক ঘণ্টা পরে সঞ্জয় রাউতকে আটক করে ইডি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 10:51 PM IST