First Monkeypox Death: মাঙ্কিপক্স সন্দেহে দেশে প্রথম মৃত্যু! বিদেশ থেকে ফিরেই মৃত্যু কেরলের যুবকের, বাড়ছে ভয়!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
First Monkeypox Death: চিন্তা বাড়িয়ে ঘটল দেশের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের মৃত্যুর ঘটনা। সম্ভবত এটাই ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু।
#তিরুবন্তপুরম: ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক। একের পর এক আক্রান্তের খবর মেলার পর এবার চিন্তা বাড়িয়ে ঘটল দেশের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের মৃত্যুর ঘটনা। সম্ভবত এটাই ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। রোগীর সোয়াবের নমুনাগুলি শনিবার আলাপুঝার আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। বিদেশ থেকে দেশে ফিরে আসা যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কেরলেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
মাঙ্কিপক্সে আক্রান্ত কিনা তা নিশ্চিত করার জন্য সরকার পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির রিপোর্টের অপেক্ষা করছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেন, “ত্রিশুরের মৃত ২২ বছর বয়সি যুবক ভারতে ফেরার একদিন আগে সংযুক্ত আরব আমিরশাহীতে মাঙ্কিপক্সের জন্য পজিটিভ চিহ্নিত হয়েছিলেন।”
advertisement
advertisement
এটাই সম্ভবত এ দেশে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। আর আফ্রিকার বাইরে চতুর্থ। অসুস্থতার জন্য ত্রিশূরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। সেখানেই শনিবার মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে ওই যুবক ২১ জুলাই ভারতে এসেছিল এবং তাঁর পরিবারের সঙ্গে থাকছিলেন।
advertisement
২৭ জুলাই তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বিদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর জানলেও কেন তিনি দেরি করে চিকিৎসা করালেন সে বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 9:23 PM IST