Sanjay Raut: ১০৩৪ কোটি টাকার কেলেঙ্কারি মামলা! সঞ্জয় রাউতকে আটক করল ED! 'হার মানব না' বললেন শিবসেনা সাংসদ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sanjay Raut: পত্র চাল জমি কেলেঙ্কারির মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে আটক করেছে ইডি। আটক করে শিবসেনা সাংসদকে জোনাল অফিসে নিয়ে যাওয়া হয় রবিবার।
আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির (Patra Chawl Land Scam Case) মামলাতেই গত ১ জুলাই সঞ্জয় রাউত-কে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানায়, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি (Sanjay Raut)।
advertisement
advertisement
রবিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আধিকারিকরা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের (Shiv Sena MP Sanjay Raut) মুম্বইয়ের বাড়িতে যান। পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় (Patra Chawl Land Scam Case) তাঁর বাড়িতে ইডি-র অভিযান চলে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন ম্যারাথন জিজ্ঞাসবাদের পর তাঁকে আটক করা হয়। এদিকে রবিবার সকাল থেকেই সঞ্জয় রাউতের বাড়ির সামনে ভিড় করেন তাঁর সমর্থক ও অনুগামীরা। ইডির তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তারা।
advertisement
Enforcement Directorate (ED) detains Shiv Sena leader Sanjay Raut in land scam case in Mumbai after hours of conducting raids at his residence
(File Pic) pic.twitter.com/XHQPhlQ9PK — ANI (@ANI) July 31, 2022
ইডি-র অভিযানের পর কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি বলেন, কোনওমতেই চাপের মুখে ভাঙবেন না। লড়াই চালিয়ে যাবেন। প্রসঙ্গত, এর আগে সঞ্জয় রাউত, তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের একাধিকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী এর আগে সঞ্জয়ের স্ত্রী এবং ঘনিষ্ঠদের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 6:00 PM IST