Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর উঠে গেল টেম্পো, তারপর যা হল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: ঘটনাটি সন্ধ্যা ৬.৩০ টার দিকে চিরাগ নগর এলাকার মাছ বাজারে ঘটে, যখন চালক টেম্পোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে এই চালক নেশা করে ছিলেন কি না সেই ব্যাপারে এখনও অনিশ্চিত পুলিশ৷
মুম্বই: মুম্বইয়ের ঘটকোপরে শুক্রবার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে৷ একটি টেম্পো হঠাৎ করেই বেশি কিছু পথচারীদের পিষে দেয়৷ এর ফলে এক মহিলার মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মুম্বইয়ের ঘটকপরে শুক্রবার একটি টেম্পো ছয়জন পথচারীর ওপর উঠে গেলে এক মহিলার মৃত্যু হয়, কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঘটকপরের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সন্ধ্যা ৬.৩০ টার দিকে চিরাগ নগর এলাকার মাছ বাজারে ঘটে, যখন চালক টেম্পোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে এই চালক নেশা করে ছিলেন কি না সেই ব্যাপারে এখনও অনিশ্চিত পুলিশ৷ তারা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে টেম্পোর যান্ত্রিক ত্রুটির কথাও উঠে আসছে৷
advertisement
নিহত মহিলার নাম প্রীতি প্যাটেল বলে চিহ্নিত করা হয়েছে, যিনি ঘটকোপরের পার্সিওয়াড়ি এলাকার বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যে রেশমা শেখ, তোফা শেখ, মেহরাম আলি শেখ এবং মারুফা শেখ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আকস্মিক হওয়া এই ঘটনায়, প্রত্যেকেই বেশ চমকে গিয়েছিলেন এবং আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷
advertisement
চালক, যাঁর নাম উত্তর খারাত, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে চালক নেশাগ্রস্ত ছিলেন কি না।
গত কয়েকদিনে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর সামনে এসেছে৷ এদের মধ্যে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাও রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2024 1:17 AM IST