Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! নিয়ন্ত্রন হারিয়ে নালায় পড়ল যাত্রীবোঝাই বাস, ৮ জনের মৃত্যু, আহত একাধিক
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident: পঞ্জাবের বাঠিণ্ডায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীতে পূর্ণ একটি বাস নালায় পড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বাঠিণ্ডা: পাঞ্জাবের বাঠিণ্ডায় বড়সর দুর্ঘটনা ঘটেছে। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গিয়েছে। জেলার অন্তর্গত গ্রাম জীবন সিং ওয়ালা-র কাছে প্রবল বৃষ্টির মধ্যে একটি বাস ব্রিজের রেলিং ভেঙে নালায় পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে এবং অনেক যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনাটি তখন ঘটে যখন বাসটি তালওয়াণ্ডি সাবো থেকে বাঠিণ্ডার দিকে যাচ্ছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, বাস থেকে যাত্রীদের বের করতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ এবং জেলা প্রশাসন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
এই বাস দুর্ঘটনায় চালকও মারা গেছেন। চালকের নাম মানসা-র বাসিন্দা বলকার সিং বলে জানা গেছে। দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এনডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! গভীর রাতে মদ্যপ ড্রাইভার পিষে দিল ১১ জনকে, ঘটনায় এক শিশুসহ ৬ জনের মৃত্যু
advertisement
বাসটি নালায় পড়ার কারণ এখনও জানা যায়নি। আপাতত উদ্ধার কাজ চলছে। এই বাসটি সরদুলগড় থেকে বাঠিণ্ডার দিকে আসছিল। যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে এনডিআরএফ টিম এবং একাধিক অ্যাম্বুলেন্স পৌঁছেছে।
দুর্ঘটনার ঠিক পরেই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। কিছুক্ষণ পর এনডিআরএফ টিমও ঘটনাস্থলে পৌঁছে যায়। বর্তমানে উদ্ধার কাজ চলছে। আহতদের অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 6:24 PM IST