Marriage Scam: পাত্রই নেই, এদিকে বিয়ে হয়ে গেল ২০ পাত্রীর! বিরাট প্রতারণা চক্রের হদিশ, জানুন...

Last Updated:

Marriage Scam: উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় অদ্ভুত ঘটনা৷ মুখ্যমন্ত্রী সমূহিক বিবাহ পরিকল্পনা অনুযায়ী দুই ডজনেরও বেশি কন্যার বিয়ে বিনা পাত্রেই করিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সমাজ কল্যাণ মন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে, যার পর জেলা প্রশাসক (ডিএম) একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

পাত্রই নেই, এদিকে বিয়ে হয়ে ২০ পাত্রীর! বিরাট প্রতারণা চক্রের হদিশ, জানুন...
পাত্রই নেই, এদিকে বিয়ে হয়ে ২০ পাত্রীর! বিরাট প্রতারণা চক্রের হদিশ, জানুন...
কৌশাম্বী: উত্তর প্রদেশের কৌশাম্বী জেলার মুখ্যমন্ত্রী সমূহিক বিবাহ পরিকল্পনায় একটি বড় প্রতারণার ঘটনা সামনে এসেছে। অভিযোগ করা হয়েছে যে, ২০টিরও বেশি কন্যার বিবাহ পাত্র ছাড়া সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, সবাইকে বিয়ের সার্টিফিকেটও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই কাজের জন্য প্রত্যেকের কাছ থেকে ১০-১০ হাজার টাকা ঘুষ হিসেবে নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে যোগী সরকারের কাছে৷ প্রতারণা চক্রের বিষয়টি নিয়ে এরপরই প্রশাসনে হইচই পড়ে গিয়েছে।
advertisement
অভিযোগকারী ডি এস মৌর্য সমাজ কল্যাণ রাজ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন। ডি এস মৌর্যর অভিযোগ, ২৩ নভেম্বর ২০২৪-এ সিরথু ব্লকের বাবু সিং ডিগ্রি কলেজে মুখ্যমন্ত্রী সমূহিক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে ২০০ জোড়া বিবাহ সম্পন্ন করা হয়েছিল। অভিযোগ, ২০টিরও বেশি কন্যার পাত্র বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
advertisement
অভিযোগ রয়েছে, সমাজ কল্যাণ বিভাগের সহকারী উন্নয়ন কর্মকর্তা ১০-১০ হাজার টাকা নিয়ে কাগজপত্রে তাদের বিবাহ সম্পন্ন দেখিয়ে দিয়েছেন।
মামলার অভিযোগ সমাজ কল্যাণ বিভাগের রাজ্যমন্ত্রীকে জানানো হলে প্রশাসনে হইচই পড়ে যায়। ডিএম মধুসূদন হুলগি এই ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করেছেন। ডিএম জানান, অনলাইন প্রক্রিয়ার পর সঠিক যাচাইয়ের মাধ্যমে জোড়াগুলোকে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়ে বিবাহ সম্পন্ন করা হয়। যদি তদন্তে এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এসব উপকারভোগীকে সরকার থেকে দেওয়া সুবিধা প্রদান করা হবে না এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage Scam: পাত্রই নেই, এদিকে বিয়ে হয়ে গেল ২০ পাত্রীর! বিরাট প্রতারণা চক্রের হদিশ, জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement