Road Accident: মর্মান্তিক, ট্রাফিক সিগন্যালে মাত্র ২ সেকেন্ড দেরি! হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না দম্পতির, বাইককে পিষে দিল ট্রাক...

Last Updated:

Road Accident: যমুনানগরে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে পিছন থেকে ধাক্কা দিল দ্রুতগামী ট্রাক। ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু, স্বামী আহত। মাত্র ২ সেকেন্ড অপেক্ষা করলেই হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত...

মর্মান্তিক, ট্রাফিক সিগন্যালে মাত্র ২ সেকেন্ড দেরি! হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না দম্পতির, বাইককে পিষে দিল ট্রাক...AI Image
মর্মান্তিক, ট্রাফিক সিগন্যালে মাত্র ২ সেকেন্ড দেরি! হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না দম্পতির, বাইককে পিষে দিল ট্রাক...AI Image
যমুনানগর: হরিয়ানার যমুনানগরের অগ্রসেন চকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিক সিগন্যালে মাত্র ২ সেকেন্ড অপেক্ষা না করায় এক ট্রাক চালকের বেপরোয়া গতি এক দম্পতির জীবনে চরম দুর্ভাগ্য বয়ে এনেছে। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে, যদিও তার স্বামী প্রাণে বেঁচে গেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, দম্পতি বাইকে চড়ে সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন, তখনই পিছন থেকে আসা ট্রাকটি তাদের ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা সুমিত জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনায় বাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
advertisement
advertisement
স্বামী সুখবীরের বর্ণনায় জানা গেছে, তারা যমুনানগর সিভিল হাসপাতালে চিকিৎসা শেষে ললহারি কলা গ্রামে ফিরছিলেন। তখনই অগ্রসেন চকে পিছন থেকে আসা ক্যান্টার ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়।
ঘটনার পর ট্রাফিক পুলিশ অফিসার কমলজিত জানান, ট্রাক চালক সুভাষ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছু দূর গিয়ে পুলিশ তাকে ধরে ফেলে। চালক স্বীকার করেছে যে সে কমানি চক থেকে অগ্রসেন চক যাচ্ছিল এবং অসাবধানতাবশত ধাক্কা লেগে যায়।
advertisement
এই দুর্ঘটনায় শুধুমাত্র একটি জীবন হারায়নি, বরং পুরো পরিবার ভেঙে পড়েছে। মাত্র ২ সেকেন্ড অপেক্ষা করলেই হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু যেমন বলা হয়, ভাগ্যের লিখন মুছবে কে?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: মর্মান্তিক, ট্রাফিক সিগন্যালে মাত্র ২ সেকেন্ড দেরি! হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না দম্পতির, বাইককে পিষে দিল ট্রাক...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement