মায়ের পেটে থাকা ভ্রুণের হার্ট অপারেশন! দিল্লি এইমস-এর চিকিৎসকদের কুর্ণিশ প্রধানমন্ত্রীর
- Published by:Suman Majumder
Last Updated:
AIIMS Delhi: আঙুরের আকারের ভ্রুণ। মায়ের পেটেই সেই ভ্রুণের হার্ট অপারেশন! অসাধ্য সাধন করলেন ডাক্তাররা।
নয়াদিল্লি: ডাক্তারকে যে 'ঈশ্বর' বলা হয় তা অকারণে নয়। আসলে রাজধানী দিল্লির AIIMS হাসপাতালের চিকিৎসকরা এমন জটিল অপারেশন করে আবারও বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছেন যে, এই পৃথিবীতে ঈশ্বরের স্থান যদি কেউ নিতে পারে তবে তিনি একজন চিকিৎসক।
রাজধানী দিল্লির AIIMS হাসপাতালের ডাক্তারদের একটি দল এক মহিলার গর্ভে বেড়ে ওঠা একটি আঙুরের আকৃতির ভ্রূণের হৃৎপিণ্ডে জটিল অস্ত্রোপচার করেছেন। মায়ের গর্ভেই ভ্রূণটিকে নতুন আকার দেন চিকিৎসকরা।
আরও পড়ুন- নিশীথ-জগন্নাথের পথেই প্রতিমা, বিধায়ক পদে ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
২৮ বছর বয়সী গর্ভবতী মহিলার তিনবার গর্ভপাত হয়েছিল। ডাক্তাররা যখন তাঁকে ভ্রূণের হার্টের অবস্থা সম্পর্কে বলেছিলেন তখন তিনি অজ্ঞান হয়ে যান। মহিলাটি সন্তানের মা হতে চেয়েছিলেন। এই অবস্থায় চিকিৎসকরা ভ্রূণের হৃদপিণ্ডে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন।
advertisement
advertisement
AIIMS-এর প্রসূতি ও গাইনোকোলজি বিভাগের ডাক্তারদের সঙ্গে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের চিকিৎসকদের একটি দল সফলভাবে ভ্রুণের হার্টের ভালভের অপারেশন করেন।
একজন সিনিয়র ডাক্তার বলেছেন, আল্ট্রাসাউন্ড পদ্ধতির অংশ হিসাবে ভ্রূণের হৃদপিণ্ডে একটি সুই ঢোকানো হয়েছিল। তার পর একটি বেলুন ক্যাথেটার ব্যবহার করে বাধা পাওয়া ভালভ খোলা হয়েছিল।
সেই চিকিৎসক আরও বলেছেন, এটা খুব চ্যালেঞ্জিং অপারেশন ছিল। আমরা প্রায় দেড় মিনিটের মধ্যে এটা করেছি। ভ্রূণ এবং মা দুজনেই এখন স্থিতিশীল। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
advertisement
Proud of India’s doctors for their dexterity and innovation. https://t.co/Rud6hMY7OG
— Narendra Modi (@narendramodi) March 15, 2023
আরও পড়ুন- নয়া রেকর্ড!বন্দে ভারতের চালকের আসনে মহিলা, চিনুন তাঁকে
এমন জটিল অপারেশন সফলভাবে করার জন্য এইমস-এর চিকিৎসকদের দলটিকে কুর্ণিশ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতীয় চিকিৎসকদের অধ্যবসায় এবং উদ্ভাবনী শক্তি দেশের মানুষকে গর্বিত করেছে। ভারতীয় চিকিৎসকরা এখন গোটা বিশ্বকে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 10:31 PM IST