Tripura news: নিশীথ-জগন্নাথের পথেই প্রতিমা, বিধায়ক পদে ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debamoy Ghosh
Last Updated:
অনেকেই ভেবেছিলেন ত্রিপুরার মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পাবেন প্রতিমা ভৌমিক।
আগরতলা: বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ত্রিপুরায় ধনপুর আসন থেকে তিনি জিতেছিলেন।
অনেকেই ভেবেছিলেন ত্রিপুরার মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পাবেন প্রতিমা ভৌমিক। বামেদের হাতে থাকা দীর্ঘদিনের আসন ধনপুর জিতে আসেন প্রতিমা ভৌমিক। যদিও মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে জানা গেল, প্রতিমা ভৌমিক নেই। রাজনৈতিক মহলের ধারণা ছিল, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘদিনের বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিককে তুলে আনা হবে।
advertisement
advertisement
যদিও রাজ্য নয়, কেন্দ্রেই তাঁকে রাখতে চায় বিজেপি। প্রসঙ্গত তিনি ত্রিপুরা থেকে জেতা লোকসভার সাংসদ। এ দিন সকালে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে ইস্তফা দেন প্রতিমা ভৌমিক। তিনি জানিয়েছেন, দল তাঁকে যা দায়িত্ব দেবে তিনি সেই কাজই করবেন।
প্রসঙ্গত এর আগে পশ্চিম বাংলায় ভোটে লড়ে জিতেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ থ প্রামাণিক ও সাংসদ জগন্নাথ সরকার। দিনহাটা থেকে জয়লাভ করেন নিশীথ প্রামাণিক৷ জগন্নাথ সরকার জিতে আসেন শান্তিপুর থেকে৷ তাঁরা পদত্যাগ করার পরে সেখানে উপনির্বাচন হয়। আর সেখানেই জয় লাভ করে তৃণমূল কংগ্রেস।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
Mar 15, 2023 5:52 PM IST










