Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধনে অমিতাভকে দেখে থমকে দাঁড়ালেন মোদি, সুন্দর মুহূর্তের সাক্ষী গোটা দেশ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Ram Mandir Inauguration: রামলালার মূর্তিতে সোনার কাঠি দিয়ে অঞ্জন পরিয়ে, দর্পণ দর্শন করিয়ে অনুষ্ঠান সম্পন্ন করলেন মোদি। গত ১১ দিন ধরে অন্ন গ্রহণ করেননি প্রধানমন্ত্রী।
অযোধ্যা: অবসান হল ৭০ বছরের অপেক্ষার। নব নির্মীয়মাণ মন্দিরে মহাসমারোহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হল রামলালার৷ রামলালার মূর্তিতে সোনার কাঠি দিয়ে অঞ্জন পরিয়ে, দর্পণ দর্শন করিয়ে অনুষ্ঠান সম্পন্ন করলেন মোদি। গত ১১ দিন ধরে অন্ন গ্রহণ করেননি প্রধানমন্ত্রী। সব-রকম রীতি মেনে আজ পুজো সম্পন্ন হল, রামলালার প্রথম আরতি করেন মোদি।
advertisement
মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলে অযোধ্যার রাম মন্দিরে উপস্থিত বলিউড তারকা অমিতাভ বচ্চন। সঙ্গে রয়েছেন তাঁর অভিনেতা পুত্র অভিষেক বচ্চন। একে একে বিভিন্ন ক্ষেত্রের তারকারা পৌঁছে গিয়েছেন মন্দির চত্বরে। একেবারে সামনের সারিতে সোফা পাতা। সেখানেই বসেই মন্দিরের রূপ দেখছেন অমিতাভ-অভিষেক। মন্দির প্রাঙ্গনের মঙ্গলধ্বনি শুনছেন বিভোর হয়ে।.
advertisement
#WATCH | PM Narendra Modi greets Actor Amitabh Bachchan present at the Shri Ram Janmabhoomi Temple in Ayodhya #RamMandirPranPrathistha pic.twitter.com/72E2M0FcCD
— ANI (@ANI) January 22, 2024
প্রাণপ্রতিষ্ঠা পর্ব মেটবার পর মন্দিরের সামনেই জনসভা থেকে ভাষণ দেন মোদি। তারপর অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিয়ম করেন। সেখানে দেখা গেল অমিতাভ বচ্চনকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ান মোদি। অযোধ্যা থেকে একাধিক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে তাঁদের এক্স হ্যান্ডেলে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 6:21 PM IST